Shubman Gill: বিরাট-রোহিত অবসরে, ব্যাটিং অর্ডার-ক্যাপ্টেন্সির স্টাইল কী হবে? শুভমন বললেন…
India Tour of England: পাঁচ ম্যাচেই খেলানো হবে না তাঁকে। খুব বেশি হলে তিনটি টেস্টে খেলানো হতে পারে। ক্যাপ্টেন হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলন করলেন শুভমন গিল। ইংল্যান্ড সফর নিয়ে নানা প্রশ্নের জবাব দিলেন শুভমন।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ডের মাটিতে যাত্রা শুরু হবে ক্যাপ্টেন শুভমন গিলের। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দুই সুপারস্টার সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাদের ছাড়াই খেলতে হবে। অশ্বিনের মতো আর এক সিনিয়র আগেই অবসর নিয়েছিলেন। জসপ্রীত বুমরাকে নিয়েও ধোঁয়াশা রয়েছে। পাঁচ ম্যাচেই খেলানো হবে না তাঁকে। খুব বেশি হলে তিনটি টেস্টে খেলানো হতে পারে। ক্যাপ্টেন হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলন করলেন শুভমন গিল। ইংল্যান্ড সফর নিয়ে নানা প্রশ্নের জবাব দিলেন শুভমন।
টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রথম সফর। নেই বিরাট-রোহিতের মতো সিনিয়র ক্রিকেটার। শুভমন গিল বলছেন, ‘প্রতিটা সফরেই চাপ থাকে। সেটা জেতার চাপ। বিরাট, রোহিতদের মতো অভিজ্ঞ প্লেয়ার, যাঁরা দেশকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন, তাঁদের জায়গা ভরা কখনোই সম্ভব নয়। তবে চাপ আমরা আগেও সামলেছি। টিমের যা ব্যাটিং বা বোলিং কম্বিনেশন রয়েছে, তাতে অভিজ্ঞতা এবং দক্ষতার মিশেল রয়েছে।’
রোহিত না থাকায় যেমন ওপেনিং কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা, তেমনই ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে খেলবেন, তা নিয়েও। মনে করা হচ্ছে, টেস্ট টিমে কামব্যাক করা করুণ নায়ারকে চার নম্বরে খেলানো হতে পারে। ক্যাপ্টেন শুভমন গিল অবশ্য বলছেন, ‘যখন জানতে পারি, টেস্ট টিমের ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে, সম্মানিত হয়েছি, তেমনই বড় দায়িত্ব। এখনও সময় রয়েছে, শিবির করব, প্রস্তুতি ম্যাচ খেলব, এরপরই ব্যাটিং অর্ডার নিয়ে ভাবব।’
শুভমনের ক্যাপ্টেন্সি স্টাইল কী হবে? এ নিয়েও খোলামেলা উত্তর। বলছেন, ‘স্পেশাল কোনও স্টাইল তো নেই, যেটা ফলো করব। ক্যাপ্টেন্সি করার সময় বোঝা যাবে। চেষ্টা করব টিমের প্লেয়ারদের নিরাপত্তা দিতে। ওদের শক্তি-দুর্বলতা বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। সকলের সঙ্গে বোঝাপড়া ঠিক রাখতে হবে।’
