Indian Cricket: এশিয়া কাপে সূর্যর ডেপুটির ভূমিকায় দেখা যাবে শুভমনকে?

Asia Cup 2025: নতুন প্রজন্মের তারকাদের উত্থানে ফের বিশ্ব ক্রিকেটে আধিপত্য রাখতে সমস্যার মুখে পড়তে হবে না ভারতকে, এমনই মনে করছেন অনেকেই। ইংল্যান্ড সফরের পর পরই আবার এশিয়া কাপ। তার জন্য এক নতুন অঙ্ক সামনে আসছে। তার কেন্দ্রে রয়েছেন টেস্ট ক্যাপ্টেন গিল।

Indian Cricket: এশিয়া কাপে সূর্যর ডেপুটির ভূমিকায় দেখা যাবে শুভমনকে?
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 11, 2025 | 4:11 PM

কলকাতা: ইংল্যান্ড সফরের সাফল্য কি খোলনলচে পাল্টে দিতে পারে ভারতীয় ক্রিকেটের? ক্যাপ্টেন হিসেবে অভিষেক সফরেই দুরন্ত পারফর্ম করেছেন শুভমন গিল। ব্যাট হাতে সর্বোচ্চ রান যেমন করেছেন, ওভালে অবিশ্বাস্য জিতে সিরিজও ড্র করেছে তাঁর টিম। সব মিলিয়ে গিলের এই সাফল্য বিরাট কোহলি ও রোহিত শর্মার অভাব অনেকটাই পুষিয়ে দিয়েছেন। নতুন প্রজন্মের তারকাদের উত্থানে ফের বিশ্ব ক্রিকেটে আধিপত্য রাখতে সমস্যার মুখে পড়তে হবে না ভারতকে, এমনই মনে করছেন অনেকেই। ইংল্যান্ড সফরের পর পরই আবার এশিয়া কাপ। তার জন্য এক নতুন অঙ্ক সামনে আসছে। তার কেন্দ্রে রয়েছেন টেস্ট ক্যাপ্টেন গিল।

ফর্ম্যাট যাই হোক না কেন, শুভমন গিল যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, তা ধরেই নিয়েছে বোর্ড। আর তাই আগামী বড় টুর্নামেন্টগুলোতে গিলকে গুরুত্বপূর্ণ দায়িত্বেই দেখা যাবে। এশিয়া কাপে সূর্যকুমার যাদবের সহকারীর ভূমিকায় দেখা যেতে পারে গিলকে, এমনই খবর। অক্ষর প্যাটেল ভারতীয় টি-টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেন। গিলকে যদি সেই দায়িত্ব দেওয়া হয়, তা হলে আর সহকারীর ভূমিকায় দেখা যাবে না অক্ষরকে। আসলে বিসিসিআই এমন একজনকে চাইছে, যিনি সব ফর্ম্যাটেই দেশের নেতৃত্ব দেবেন। গিলের মধ্যে সেই সম্ভাবনা দেখছে বোর্ড।

প্রায় এক বছর পর আবার টি-টোয়েন্টিতে দেখা যাবে শুভমনকে। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে দলে ছিলেন। তারপর আর টি-টোয়েন্টি টিমে দেখা যায়নি তাঁকে। গত আইপিএলে যা পারফর্ম করেছেন, তাও গিলের পক্ষে যাচ্ছে। ১৫ ম্যাচে ৬৫০ রান করেছেন। একই সঙ্গে খানিকটা দ্বিমতও আছে। নির্বাচকরা এশিয়া কাপে শুভমনকে খেলানো নিয়ে দ্বিধায় আছেন। এশিয়া কাপ শেষ হওয়ার পরই আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ঘরের মাঠে। যা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য অন্য মতও থাকছে। আগামী বছর দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গিলের অভিজ্ঞতা কাজে লাগবে মনে করছেন নির্বাচকরা। আর সেই কারণেই এশিয়া কাপে গিলকে খেলানো দরকার বলেও মনে করছেন কেউ কেউ।