কলকাতা: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম কিউয়ি তারকা এজাজ প্যাটেলের কাছে খুব প্রিয়। গত বার কিউয়িরা যখন ভারত সফরে এসেছিল, সেই সময় ওয়াংখেড়েতেই পারফেক্ট ১০ এর রেকর্ড গড়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত এজাজ। এ বার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দুরন্ত ছন্দে থাকা শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরি কার্যত গিলে নিলেন এজাজ। এর আগে অনেকবারই ৯০ এর ঘরে আউট হয়েছেন শুভমন। তালিকাটা আরও লম্বা হল। লাঞ্চ বিরতিতে যখন গিয়েছিলেন, গিল ছিলেন ৭০ রানে। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে বেশিক্ষণ ক্রিজে কাটানো হল না গিলের। ৯০ রানে আউট হয়ে মাঠ ছাড়লেন তিনি। গিল আউট হওয়ার পর তড়িঘড়ি শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস।
নিউজিল্যান্ডের এজাজ প্যাটেলের মুম্বই টেস্টের চতুর্থ শিকার শুভমন গিল। ফ্লাইটেড ডেলিভারি দিয়েছিলেন এজাজ। শুভমন ডিফেন্স করেও লাভ হয়নি। মিডল স্টাম্পের উপর বল সামান্য টার্ন করেছিল। ড্যারেল মিচেলের মতো লম্বা প্লেয়ার স্লিপে অনেকটা ঝুঁকে দারুণ ক্যাচ নেন। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকাকালীন প্যাভিলিয়নের রাস্তায় হাঁটতে হল শুভমনকে। টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরান এই ম্যাচে আপাতত হাতছাড়া হল তাঁর। দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের রান তাঁর ব্যাটে আসবে কিনা, তা জানার অপেক্ষা থাকবে ভারতীয় টিমের ক্রিকেট প্রেমীদের।
শুভমনের মতো সেট ব্যাটার আউট হতেই বড় লিডের আশা কমছিল। হলও সেটাই। বল এত টার্ন, বাউন্স হচ্ছিল তাতে চাপ বাড়ছিল ভারতীয় ব্যাটারদের। ডিফেন্স করে সেখান থেকে কিছু পাওয়ার ছিল না। এজাজ প্যাটেলের বিরুদ্ধে একখানা বাউন্ডারি মারেন অশ্বিন। গ্লেন ফিলিপসকে একটা ছক্কা হাঁকান ওয়াশিংটন সুন্দর। তাঁরা চেষ্টা করছিলেন, যতটা সম্ভব লিড নেওয়ার। অশ্বিনকে ফিরিয়ে ফাইফার পূরণ করেন এজাজ। সুন্দর তারপরও চেষ্টা করছিলেন দলের হয়ে যতটা সম্ভব রান তুলে নেওয়ার। আকাশ দীপের সঙ্গে শেষ উইকেটে তিনি ১৬ রান তোলেন। প্রথম ইনিংস শেষে মাত্র ২৮ রানের লিড ভারতের।