Shubman Gill: কিউয়িদের চাপ-ম্যান! ‘দ্বিতীয় সুযোগ’ পেতেই জ্বলে উঠলেন শুভমন গিল

India vs New Zealand: কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলা হয়নি শুভমন গিলের। পুনে টেস্টে ফেরেন একাদশে। সেখানে দুই ইনিংসে ৩০ ও ২৩ রান করেন শুভমন। এ বার মুম্বইতে তিনে নেমে অর্ধশতরান করেছেন গিল।

Shubman Gill: কিউয়িদের চাপ-ম্যান! 'দ্বিতীয় সুযোগ' পেতেই জ্বলে উঠলেন শুভমন গিল
কিউয়িদের চাপ-ম্যান! 'দ্বিতীয় সুযোগ' পেতেই জ্বলে উঠলেন শুভমন গিলImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Nov 02, 2024 | 10:54 AM

কলকাতা: দলের প্রয়োজনে যে কোনও পরিস্থিতিতে জ্বলে উঠতে হবে। এটাই যেন মনকে বুঝিয়ে মুম্বইতে নেমেছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ওয়াংখেড়েতে চলতি ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) তৃতীয় টেস্টে ঋষভ পন্থ ও শুভমন গিলের (Shubman Gill) সুবাদে প্রথম ঘণ্টাটা ভালোই কেটেছে টিম ইন্ডিয়ার। দুই তরুণ তুর্কিই হাফসেঞ্চুরি করেছেন মুম্বইতে। গিলের হয়তো হাফসেঞ্চুরিটা মাঠেই পড়ে থাক। যদি তিনি দ্বিতীয় সুযোগ না পেতেন।

৪৫ রানে যখন ছিলেন শুভমন গিল, আউট হওয়ার প্রবল সুযোগ তৈরি হয়েছিল। ২৬.১ ওভারে গ্লেন ফিলিপসের ডেলিভারিতে বড় শট মারতে গিয়েছিলেন শুভমন গিল। লং-অনের দিকে যায় গিলের মারা বল। সেখানে ক্যাচ নেওয়ার জন্য দৌড়ে আসেন সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে নামা মার্ক চাপম্যান। কিন্তু ক্যাচ ফস্কান চ্যাপম্যান। ধারাভাষ্যকাররা বলছিলেন, ছায়া থেকে দৌড়ে রোদের দিকে আসার ফলে চাপম্যান সম্ভবত বল ভালো করে দেখতে পাননি। তাই সমস্যায় পড়েছিলেন। গরম বেশি বলে অনেক সময় মাঝে মাঝেই অন্যান্য ফিল্ডাররা বিশ্রাম নিচ্ছেন। সেই সময় অন্য ক্রিকেটার ফিল্ডিং করছেন। তেমনই এক সময় মার্ক চাপম্যান ভারতের শুভমনের ক্যাচ মিস করায় তিনি কিউয়িদের কাছে আরও চাপ-ম্যান হয়ে ওঠেন।

এই খবরটিও পড়ুন

এরপর ৬৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। এটি তাঁর টেস্ট কেরিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলা হয়নি শুভমন গিলের। পুনে টেস্টে ফেরেন একাদশে। সেখানে দুই ইনিংসে ৩০ ও ২৩ রান করেন শুভমন। এ বার মুম্বইতে তিনে নেমে অর্ধশতরান করেছেন গিল। তিন অঙ্কের রান তাঁর ব্যাটে আসে কিনা, সেটাই দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা।