AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smriti-Palash: SM18 ট্যাটু থেকে বিয়ের গুঞ্জন… ছয় বছরের প্রেমের পর বিয়ের পথে স্মৃতি-পলাশ, কবে বাজবে সানাই?

আসছে বিয়ের মরসুম। আর সামনেই ভারতীয় ক্রিকেট দলেও সানাই বাজতে চলেছে। পাত্রী স্মৃতি মান্ধানা। আর পাত্র? এতদিনে অনেকেই জেনে গিয়েছেন, তাঁর নাম। তিনি পলাশ মুচ্ছল। ভারতের মেয়েরা বিশ্বকাপ জেতার পর থেকেই আলোচনায় আরও উজ্জ্বল এই তারকা–যুগল।

Smriti-Palash: SM18 ট্যাটু থেকে বিয়ের গুঞ্জন... ছয় বছরের প্রেমের পর বিয়ের পথে স্মৃতি-পলাশ, কবে বাজবে সানাই?
ছয় বছরের প্রেমের পর বিয়ের পথে স্মৃতি-পলাশ, কবে বাজবে সানাই?
| Updated on: Nov 09, 2025 | 1:58 PM
Share

আসছে বিয়ের মরসুম। আর সামনেই ভারতীয় ক্রিকেট দলেও সানাই বাজতে চলেছে। পাত্রী স্মৃতি মান্ধানা। আর পাত্র? এতদিনে অনেকেই জেনে গিয়েছেন, তাঁর নাম। তিনি পলাশ মুচ্ছল। ভারতের মেয়েরা বিশ্বকাপ জেতার পর থেকেই আলোচনায় আরও উজ্জ্বল এই তারকা–যুগল। ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও বলিউডের সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) প্রেম এখন খেলার মাঠ ছাড়িয়ে সরাসরি শিরোনামে। প্রায় ছয় বছর ধরে তাঁরা একে অপরের সঙ্গী। এত দিন ব্যক্তিগত জীবন গোপন রাখলেও এ বছর থেকেই প্রথমবারের মতো খোলাখুলি নিজেদের সম্পর্কের কথা সামনে এনেছেন তাঁরা।

বিশ্বকাপে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর পলাশ স্মৃতির প্রতি তাঁর ভালবাসার এক বিশেষ প্রকাশ করেন। তিনি একটি “SM18” ট্যাটু করান, যা স্মৃতির জার্সি নম্বরকে কেন্দ্র করে তৈরি। এই ঘটনা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এবং সমর্থকদের চোখে তাঁদের সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

স্মৃতি ও পলাশের কেমিস্ট্রি নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই ছিল। মাঠে স্মৃতির ব্যাটে ঝড় উঠলে বাইরে বসে পলাশের সমর্থনের পোস্ট ভাইরাল হয়েছে একাধিকবার। আবার স্মৃতিও পলাশের কাজের সাফল্যে পাশে দাঁড়িয়েছেন। দুই ভিন্ন জগত। ক্রিকেট ও সঙ্গীত। তবু ছয় বছর ধরে তাঁদের সম্পর্ক সমানভাবে এগিয়েছে।

View this post on Instagram

A post shared by ICC (@icc)

এখন শোনা যাচ্ছে, সম্পর্ক নতুন অধ্যায়ে পৌঁছাতে চলেছে। ২০ নভেম্বর ২০২৫-এ তাঁদের বিয়ে হতে পারে। এমন জোরাল খবর ঘুরছে বিনোদন ও ক্রীড়া মহলে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পলাশ সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে স্মৃতি খুব শিগগিরই “ইন্দোরের বধূ” হবেন।

তারকা দুইয়ের ব্যস্ত জীবনের মাঝেও একে অপরের প্রতি সমর্থন, সম্মান এবং বোঝাপড়ার এই সম্পর্ক এখন ভক্তদের কাছেও অনুপ্রেরণা। মাঠে স্মৃতি যেমন দায়িত্ব নিয়ে নেতৃত্ব দেন, তেমনি পলাশ সুরের দুনিয়ায় নিজের জায়গা তৈরি করছেন—এই দুই পথ থেকে বেরিয়ে তাঁরা যখন একসঙ্গে জীবনের নতুন পথচলা শুরু করবেন, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে তাঁদের সমর্থকদের মধ্যেও।