AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smriti Mandhana: হ্যারির রেকর্ড ভাঙলেন স্মৃতি মান্ধানা, ODI-তে দ্রুততম সেঞ্চুরির শিখরে ভারতীয় ক্রিকেটের ‘কুইন’

IND W vs IRE W: রাজকোটে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। সেই সুবাদে তিনি হরমনপ্রীত কৌরের এক রেকর্ড ভেঙেছেন।

Smriti Mandhana: হ্যারির রেকর্ড ভাঙলেন স্মৃতি মান্ধানা, ODI-তে দ্রুততম সেঞ্চুরির শিখরে ভারতীয় ক্রিকেটের 'কুইন'
হ্যারির রেকর্ড ভেঙে ODI-তে দ্রুততম সেঞ্চুরির শিখরে স্মৃতি মান্ধানাImage Credit: X
| Updated on: Jan 15, 2025 | 1:42 PM
Share

কলকাতা: নতুন বছরের শুরুটা ভালোই কাটছে ভারতের মহিলা টিমের ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)। আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন স্মৃতি। সেই সঙ্গে তিনি গড়েছেন এক রেকর্ড। মেয়েদের ওডিআই ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির মালিক এ বার স্মৃতি মান্ধানা। ৭০ বলে তিন অঙ্কের রানে পৌঁছান তিনি।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টস জেতেন ভারত অধিনায়ক স্মৃতি মান্ধানা। এবং টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ওপেনার প্রতিকা রাওয়ালের সঙ্গে ২৩৩ রানের জুটি বাঁধেন স্মৃতি। ৭০ বলে সেঞ্চুরি করার পর তিনি মাঠ ছাড়েন ৮০ বলে ১৩৫ রান করে। এই ইনিংসে স্মৃতির ব্যাটে এসেছে ১২টি চার ও ৭টি ছয়। স্মৃতির স্ট্রাইকরেট ১৬৮.৭৫। এই সিরিজের প্রথম ওডিআই ম্যাচে স্মৃতি করেছিলেন ৪১ রান। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাটে এসেছিল ৭৩ রান।

এই সেঞ্চুরির সুবাদে হরমনপ্রীত কৌরের একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার পাশাপাশি প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে মেয়েদের ওডিআইতে ১০টি সেঞ্চুরির মালিক হলেন স্মৃতি। ভারতের জার্সিতে ৯৭টি ওডিআইতে স্মৃতির প্রাপ্তি ৪২০৯।

উল্লেখ্য, গত বছর আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৮৭টি বলে এক ওডিআই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন হরমনপ্রীত কৌর। তাঁর পাশাপাশি গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হরলীন দেওল ৯৮ বলে সেঞ্চুরি করেছিলেন। স্মৃতি ছাড়া এ বছর আইরিশদের বিরুদ্ধে জেমাইমা রডরিগজ ৯০ বলে সেঞ্চুরি করেছেন।