
ছবিটা দেখে মনে পড়ছে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে এই সেলিব্রেশনে শিরোনামে এসেছিলেন ঋষভ পন্থ। পুরো মরসুমই খারাপ কেটেছিল পন্থের। লিগ পর্বের প্রথম ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটি হাফসেঞ্চুরি করেছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। ২৭ কোটির ব্যাটারকে নিয়ে অস্বস্তি বাড়ছিল। লখনউ সুপার জায়ান্টস ক্যাপ্টেন রানের অপেক্ষায় ছিলেন। প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গিয়েছিল লখনউ। লিগ পর্বের শেষ ম্যাচটিতে আরসিবির বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেন ঋষভ পন্থ। তারপরই বিশেষ সেলিব্রেশন। এ বার সেই সেলিব্রেশন দেখা গেল মহারাষ্ট্র প্রিমিয়ার লিগেও। প্রশংসা স্মৃতির খেলোয়াড়োচিত মনোভাব নিয়েও।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটায় হারলেও ঋষভ পন্থের ইনিংসটা সকলকেই আনন্দ দিয়েছিল। ততদিনে, ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল বোর্ড। ঋষভ পন্থকে ভাইস ক্যাপ্টেন করা হয়। ফলে পন্থের ফর্মে ফেরার প্রার্থনায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। সেঞ্চুরির পর ভল্ট সেলিব্রেশনে পন্থও বুঝিয়ে দিয়েছিলেন, তিনি কতটা স্বস্তি পেয়েছেন। এ বার তাঁর সেলিব্রেশন দেখা গেল মহারাষ্ট্র উইমেন্স প্রিমিয়ার লিগেও।
মহারাষ্ট্র মেয়েদের টি-টোয়েন্টি লিগে খেলছেন স্মৃতি মান্ধানাও। ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। স্মৃতির উইকেট যে কোনও বোলারের কাছেই দামি। ঘরোয়া টি-টোয়েন্টি লিগে তাঁর উইকেট নেন শারায়ু কুলকার্নি। এক্ষেত্রে অবশ্য টুইস্টও রয়েছে। লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি। আম্পায়ার ওয়াইড দেন। যদিও স্মৃতি বুঝেছিলেন, ব্যাট লেগেছে। তিনি নিজেই ডাগআউটের দিকে হাঁটতে শুরু করেন। এরপরই ঋষভ পন্থের মতো সেলিব্রেশন শারায়ুর। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। স্মৃতির উইকেটের জন্য এই সেলিব্রেশন করাই যায়। স্মৃতির মুখেও হাসি দেখা যায়।