Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: ক্যাপিটালসে কুলিং অফ! সৌরভ গঙ্গোপাধ্যায় পেলেন আরও বড় দায়িত্ব

IPL, DC: এতদিন সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট ছিলেন। কিন্তু এ বার থেকে আর তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সরাসরি অংশ নন। দিল্লি শিবিরে এ বার তা হলে কি তাঁর গুরুত্ব কমল, নাকি পেলেন আরও গুরুদায়িত্ব?

Sourav Ganguly: ক্যাপিটালসে কুলিং অফ! সৌরভ গঙ্গোপাধ্যায় পেলেন আরও বড় দায়িত্ব
Sourav Ganguly: ক্যাপিটালসে কুলিং অফ! সৌরভ গঙ্গোপাধ্যায় পেলেন আরও বড় দায়িত্বImage Credit source: X
Follow Us:
| Updated on: Oct 17, 2024 | 8:07 PM

কলকাতা: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) একসঙ্গে নতুন কোচ ও ডিরেক্টর অব ক্রিকেটের নাম ঘোষণা করেছে। তারপর থেকে আলোচনা শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে। এতদিন তিনি দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট ছিলেন। কিন্তু এ বার থেকে আর তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সরাসরি অংশ নন। দিল্লি শিবিরে এ বার তা হলে কি তাঁর গুরুত্ব কমল, নাকি পেলেন আরও গুরুদায়িত্ব?

ইতিমধ্যেই JSW স্পোর্টসের পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাদের ডিরেক্টর অব ক্রিকেট ঘোষণা করা হয়েছে। JSW স্পোর্টস এক বিবৃতিতে বলেছে, ‘জেএসডব্লিউ স্পোর্টসের মালিকানাধীন সকল ক্রিকেটীয় সম্পত্তির নেতৃত্বে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে পুরুষদের আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিম, উইমেন্স প্রিমিয়ার লিগে মহিলাদের টিম এবং এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বেও থাকবেন সৌরভ।’

জেএসডব্লিউ স্পোর্টসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিয়োগের পর JSW স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল বলেন, ‘দাদা জেএসডব্লিউ স্পোর্টসে বরাবরই একটা আলাদা অংশ ছিলেন। আমাদের কাছে তিনি প্রথমে পরিবারের অংশ তারপর তিনি যে ক্রিকেট আইকন সেটা। তাঁর ক্রিকেট বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না। তিনি পথ দেখাতে সাহায্য করেছেন বলে আমরা বরাবর সুবিধা পেয়েছি।’

ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সাল থেকে আবার তিনি আইপিএলে ফিরবেন, যখন JSW স্পোর্টস আবার দায়িত্বে আসবে। দিল্লি ক্যাপিটালস শিবিরের টেকনিক্যাল সিদ্ধান্তের জন্য সৌরভ এখন আইপিএলে দিল্লির পুরুষদের টিমের সঙ্গে অতি সক্রিয় ভাবে যুক্ত থাকছেন না। এটা এক প্রকাশের কুলিং অফ বলা যেতে পারে। বৃহস্পতিবার একটি মিডিয়া বিবৃতিতে, ফ্র্যাঞ্চাইজি বলেছে ‘নিলাম, অধিনায়কত্ব, প্লেয়ারদের ছাড়া এবং উভয় দলে ক্রিকেটার ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি দিল্লি ক্যাপিটালস বোর্ড দ্বারা নেওয়া হবে এবং উভয় গ্রুপের সিনিয়র নেতৃত্ব পারস্পরিকভাবে সিদ্ধান্ত নেবে।’