Sourav Ganguly R Ashwin : যদি আমি অধিনায়ক হতাম…অশ্বিনকে নিয়ে রোহিতের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন সৌরভ

WTC Final 2023 : কেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে ঠাঁই হল না রবিচন্দ্রন অশ্বিনের? রোহিতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

Sourav Ganguly R Ashwin : যদি আমি অধিনায়ক হতাম...অশ্বিনকে নিয়ে রোহিতের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন সৌরভ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 10:32 AM

লন্ডন: ম্যাচের আগে পর্যন্ত ছবিটা পরিষ্কার ছিল। দুই স্পিনারে নামছে ভারত। সচিন তেন্ডুলকরও বলে দিয়েছিলেন, ওভালে (WTC Final 2023) দুই স্পিনার নিয়ে খেলা উচিত টিম ইন্ডিয়ার। কিন্তু কোথায় কী? টসের সময় সব বদলে গেল। ইংল্যান্ডের পরিস্থিতি পেসারদের জন্য সুবিধার। কিন্তু ওভালে ম্যাচ গড়ালে সুবিধা পায় স্পিনাররা। তা সত্ত্বেও ভারতের একাদশ থেকে বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বিশ্বের এক নম্বর টেস্ট বোলারকে বসিয়ে রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়ের উদ্দেশে নেমেছে ভারত! রোহিত-দ্রাবিড় টিম ম্যানেমেজমেন্টের এই সিদ্ধান্ত বোধগম্য হচ্ছে না প্রাক্তন ক্রিকেটারদের। রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে রাখার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হতাশা ঝরে পড়েছে প্রাক্তন অধিনায়কের গলায়। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ঝুলিতে চারশোর বেশি উইকেট, বাঁ হাতি ব্যাটারদের ত্রাস অশ্বিন। এই অভিজ্ঞ স্পিনার দলে থাকা মানে যেমন ওভার রেট ঠিক রাখা তেমনই ব্যাট হাতে তাঁর দক্ষতাও দলের সম্পদ। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট অশ্বিনের চেয়ে তৃতীয় স্পেশালিস্ট পেসার হিসেবে উমেশ যাদবকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিনের খেলার শেষে ভারতের পরিস্থিতি দেখে ক্ষোভ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মনে। প্রথম দিনের শেষে মাত্র তিন উইকেট ফেলতে পেরেছে ভারত। অস্ট্রেলিয়ার ঝুলিতে ৩২৭ রান! ট্রাভিস হেডের শতরান, সেঞ্চুরির দোরগোড়ায় স্টিভ স্মিথ। অজি ব্যাটাররা যখন একটু একটু করে ম্যাচের রাশ নিজেদের দখলে নিচ্ছে তখন ডাগ আউটে বসে নখ খুঁটছেন অশ্বিন!

অশ্বিনকে একাদশে না রাখার রোহিতের সিদ্ধান্ত নিয়ে সৌরভ বলেছেন, “ক্রিকেটে আফটার থটে বিশ্বাস করি না। একজন অধিনায়ক হিসাবে টসের আগে সিদ্ধান্ত নিতে হয়। ভারত সিদ্ধান্ত নিয়েছে যে তারা ফিল্ডিং করবে এবং তাই ৪ জন জোরে বোলার নিয়ে খেলবে। বলা যায়, গত কয়েক বছরে এই কন্ডিশনে ৪ জন ফাস্ট বোলার নিয়ে খেলে সাফল্য পেয়েছে তারা। চার জন ফাস্ট বোলার নিয়ে টেস্ট জিতেছে।”

তিনি অধিনায়ক থাকলে কী করতেন? সৌরভ বলছেন, “আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি যদি অধিনায়ক হলে কী করতাম তাহলে বলব প্রত্যেক অধিনায়কই আলাদা। রোহিতের চিন্তা ভিন্ন। আমি ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসি। আমার পক্ষে অশ্বিনের মানের একজন স্পিনারকে প্রথম একাদশের বাইরে রাখা খুবই কঠিন হত।”