Sourav Ganguly on RG Kar Case: সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হোক… আরজি কর কাণ্ডে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 09, 2024 | 1:51 PM

RG Kar Case: সোমবারই সুপ্রিম কোর্টে ছিল দ্বিতীয় শুনানি। তাতে সর্বোচ্চ আদালতও ঘটনার গভীরে ঢুকতে চেয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। তার আগে সৌরভ কিন্তু চাইছেন, প্রয়াত ডাক্তার সুবিচার পান।

Sourav Ganguly on RG Kar Case: সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হোক... আরজি কর কাণ্ডে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly on RG Kar Case: সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হোক... আরজি কর কাণ্ডে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল চলছে। নিয়ম করে রাতদখলে নামছেন মেয়েরা। আরজি কর কাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও রেশ কমেনি। বরং মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের বহর ক্রমশ বাড়ছে। বাংলা তো বটেই, সারা দেশ এ নিয়ে প্রবল নিন্দায় সোচ্চার হয়েছে। এমনকি বিশ্বের নানা প্রান্তে যে সব প্রবাসী বাঙালি ও ভারতীয় রয়েছেন, তাঁরাও নজিরবিহীন ভাবে আন্দোলনে নেমেছেন। জাস্টিস ফর আরজি কর দাবি যে ভাবে জোয়ার তুলেছে আমজনতার মনে, সেলিব্রিটিরাও তাতে মিলে মিশে গিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) চাইছেন আরজি কর কাণ্ডের (RG Kar Case) নজিরবিহীন সিদ্ধান্ত হোক। সোমবারই সুপ্রিম কোর্টে ছিল দ্বিতীয় শুনানি। তাতে সর্বোচ্চ আদালতও ঘটনার গভীরে ঢুকতে চেয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। তার আগে সৌরভ কিন্তু চাইছেন, প্রয়াত ডাক্তার সুবিচার পান।

এক অনুষ্ঠানে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘আমি সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি। তবে চাইব অরাজনৈতিক মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, দেখার মতো।’

সৌরভ সোশ্যাল মিডিয়া ফলো করেন না। তাই আরজি কর কাণ্ড ঘিরে কোথায়, কী ভাবে প্রতিবাদ মিছিল হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খ জানেন না। কিন্তু জানেন, এমন নক্কারজনক ঘটনায় জড়িতদের নজিরবিহীন শাস্তি দরকার। সৌরভ বলছেন, ‘যে বা যারা এই কাজটা করেছে, তাদের শাস্তি দিতেই হবে। এমন শাস্তি দেওয়া হোক, সারা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে।’

এই খবরটিও পড়ুন

যে কোনও গণআন্দোলনের মেয়াদ খুব বেশি হয় না। কিন্তু এই আরজি কর ঘিরে আন্দোলন সমস্ত নজির ভেঙে দিচ্ছে। নক্কারজনক ঘটনার বিরুদ্ধে মানুষের কণ্ঠ গর্জে উঠছে নিয়মিত। আর তাই শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন এই ঘটনার দ্রুত নিষ্পত্তি চান, সৌরভের মতো।

 

Next Article