
কলকাতা: অল্প বয়সেই একাধিক সাফল্য ধরা দিয়েছে ছোট্ট মেয়েটার হাতে। ২২ বছরে বিশ্বজয় করে বাংলায় ফিরেছেন। কথাটা কাকে নিয়ে হচ্ছে, তা বুঝতে হয়তো ক্রিকেট প্রেমীদের সমস্যা হবে না। হ্যাঁ সেই রিচা ঘোষ (Richa Ghosh), তাঁর আগামী আরও উজ্জ্বল হোক, সেই কামনাই করছেন দেশের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রিচা যে পজিশনে নেমে ব্যাটিং করেন, তা কতটা চাপের, সে কথাও শোনা গিয়েছে মহারাজের গলায়।
সৌরভ রিচার সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন, “রিচার বয়স বেশি নয়। ২২-২৩ হবে। ও সানার চেয়েও ছোট।সিএবি, রাজ্য সরকারের তরফ থেকে রিচাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ভারতের হয়ে তিনটে বিশ্বকাপেই অধিনায়ক ছিলাম। তিনটেতেই রানার্স হয়েছি। বিশ্বকাপ জেতার যে অনুভূতি সেটা রিচাই ভাল বলতে পারবে।”
মহারাজের কথায়, “রিচা শুধু ভাল প্লেয়ারই নন, ও ভারতীয় ক্রিকেটে যে ভূমিকাটা পালন করে, ৬ নম্বরে এসে ব্যাটিং করে, ক্রিকেটে ওই পজিশনটা মারাত্মক, একটা কঠিন সময়। বল কম পাবে, আর রান করতে হবে বেশি। আমি দেশের হয়ে ওপেন করতাম, আমি জানতাম ছয়-সাত নম্বরে যুবরাজ, কাইফরা আসত, ওদের জন্য ওইসময় রান তোলা কতটা কঠিন, আমি জানতাম। ভারত জেমাইমার ১২৭, হরমনপ্রীতের ৮৯ মনে রাখবে, কিন্তু রিচার রান সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোক বা ফাইনালে, ওর স্ট্রাইকরেট দেখতে হবে। এটা আমি ওডিআই ক্রিকেটের কথা বলছি। টি-২০ ক্রিকেট নয়। রিচা এত কঠিন কাজ ভারতীয় টিমের জন্য এতদিন ধরে করে এসেছে। ওর গুরুত্ব স্মৃতি-হরমন কারও থেকে কম নয়। রিচাকে একজন খেলোয়াড় হিসেবে আমি বলব অনেক অনেক ধন্যবাদ।”
বাংলায় খেলাধূলার প্রসার চান মুখ্যমন্ত্রী। এই কথা প্রসঙ্গে সৌরভ বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীকে নিয়ে বলতে চাই, ওনার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক। যখন ডব্লিপিএল শুরু হয়, সমস্ত কাগজে বেরচ্ছে ম্যাচ হবে ইডেনে, টি-২০ ফর্ম্যাটে, সেই সময় মহিলাদের ক্রিকেট যেন শুরু হয় এমনটা বলে তিনি একটা মেসেজ করেন আমাকে। এটা ২ বছর আগের কথা। তখন রিচা চ্যাম্পিয়ন হয়নি। ভারতে ডব্লিউপিএল এত ভাল ভাবে শুরু হয়নি। রিচা এবং ভারত যখন এই বিশ্বকাপ জেতে, আমি তখন মেসেজ করি যে ওনাকে এই অনুষ্ঠানে আসতে হবে। উনি জানান, নিশ্চয়ই আসবেন। তিনি জানান, মেয়েদের ক্রিকেট আজ যে জায়গায় পৌঁছেছে, আমি ছেলেদের ক্রিকেটের মতোই মেয়েদের ক্রিকেটকেও ঠিক অতটাই সাপোর্ট করি। চাই মেয়েদের ক্রিকেট আরও এগিয়ে চলুক।”
ডুমুরজোলায় স্টেডিয়াম বানানোর জায়গা সরকারের পক্ষ থেকে পাওয়া নিয়ে সৌরভ বলেন, “পাশাপাশি মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। শুধু এই অনুষ্ঠানে আসার জন্য নয়, সিএবিকে একটা নতুন অ্যাকাডেমি তৈরি করে দেওয়ার জন্য ডুমুরজোলায় জায়গা দেওয়ার জন্য। খেলাধুলোয় পরিকাঠামো অনেকটা জরুরি। রিচার মতো, মহম্মদ সামির মতো, মনোজ তিওয়ারি, অশোক দিন্দার মতো প্লেয়ার তৈরি করার জন্য পরিকাঠামো অনেক জরুরি। আমরা ওখানে ১ বছরের মধ্যে বিশ্বমানের স্টেডিয়াম বানাব।”