
কলকাতা: একটা সময় ক্রিকেট মহলে আলোচনা হচ্ছিল গুয়াহাটিতে প্রথম ইনিংসে ৫০০ রান করে থামবে প্রোটিয়ারা। যেভাবে খেলছিলেন মার্কো জ্যানসেন, সেনুরান মুথুস্বামীরা তাতে স্কোরবোর্ডে ৫০০ জ্বলজ্বল করাটা কঠিন ছিল না। কিন্তু লাঞ্চ বিরতির পর মহম্মদ সিরাজ দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার মুথুস্বামীর উইকেট তুলে নিতে সক্ষম হন। তাতেই খানিক ছন্দপতন হয়। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকাকে দমানো যায়নি। দ্বিতীয় দিনের শেষে বলা যায়, প্রোটিয়ারা ভাল জায়গাতেই রয়েছে। আর ভারতের (India) অবস্থা কেমন?
মুথুস্বামী ১০৯ রানের ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়েন। তারপর সাইমন হারমারের সঙ্গে জুটি বাঁধেন মার্কো জ্যানসেন। তাতে ওঠে ৩০ বলে ৩১ রান। আর দশম উইকেটে কেশব মহারাজকে সঙ্গে নিয়ে মার্কো এগিয়ে যেতে থাকেন। এই জুটি আরও ২৭ রান যোগ করে। আর কিছুক্ষণ ক্রিজে কাটিয়ে দিতে পারলে জ্যানসেন সেঞ্চুরিও করে ফেলতেন। ৯১ বলে ৯৩ করে থামেন তিনি। আর মাত্র ৭ রান করলেই টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করে ফেলতেন। সব মিলিয়ে ৪৮৯ রানে প্রথম ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা।
ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান তারকা সেনুরান মুথুস্বামী টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরির পর বলেন, ‘হাউসফুল গ্যালারির সামনে এই মুহূর্তটা সত্যিই বিশেষ। দলের হয়ে অবদান রাখতে পেরে আমি গর্বিত। শুধু পার্টনারশিপ গড়তে হত আর ইনিংসটা বড় করতে হত। মার্কো অসাধারণ। আর বাকিরাও ভাল খেলেছে।’
গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি ভারতীয় বোলাররা। তার প্রমাণ প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৪৮৯ রান। এরপর ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলেছে ৯ রান। ২৩ বল খেলে ৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন যশস্বী জয়সওয়াল। আর ১৪ বলে ২ রান করে নট আউট লোকেশ রাহুল। এ বার দেখার গুয়াহাটি টেস্টের তৃতীয় দিন ভারতীয় ব্যাটাররা কেমন পারফর্ম করেন।