AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SA vs AFG, ICC World Cup 2023 Live Streaming: আমেদাবাদে আফগানদের মুখোমুখি প্রোটিয়ারা, কখন, কোথায় দেখবেন এই ম্যাচ?

South Africa vs Afghanistan, ICC world Cup 2023 Live Streaming: বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষলগ্নে এসে দাঁড়িয়েছে। এ বারের বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাওয়া দ্বিতীয় দল তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। আগামিকাল দক্ষিণ আফ্রিকার ম্যাচ হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তানের বিরুদ্ধে। এ বার দেখার এই ম্যাচে ২ পয়েন্ট তুলে নেয় কোন দল।

SA vs AFG, ICC World Cup 2023 Live Streaming: আমেদাবাদে আফগানদের মুখোমুখি প্রোটিয়ারা, কখন, কোথায় দেখবেন এই ম্যাচ?
SA vs AFG, ICC World Cup 2023 Live Streaming: আমেদাবাদে আফগানদের মুখোমুখি প্রোটিয়ারা, কখন, কোথায় দেখবেন এই ম্যাচ?Image Credit: Graphics - TV9Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 6:39 PM
Share

আমেদাবাদ: ভারতের পর এ বারের বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে জায়গা করে নেওয়া দ্বিতীয় দল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা আগামিকাল নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। এটিই গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের শেষ ম্যাচ। আজ বেঙ্গালুরুতে কিউয়িরা খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ওই ম্যাচে নিউজিল্যান্ডের সুযোগ রয়েছে সেমিফাইনালের টিকিট পাওয়ার। অবশ্য সেমিফাইনালের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি আফগানদের। এ বারের বিশ্বকাপে আফগানরা বেশ কয়েকটি ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দিয়ে সকলকে চমকে দিয়েছেন। ফলে ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে যে হারিয়ে দিতে পারবেন না রশিদ খানরা, তা বলা যায় না। তার আগে আপাতত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচ।

হেড টু হেড – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?

ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামিকাল, ১০ অক্টোবর অর্থাৎ শুক্রবার।

কোথায় হবে ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচ?

ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটি কখন শুরু হবে?

ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।

ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের সব ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।

ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচের লাইভ টেলিকাস্ট?

ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দির মতো একাধিক চ্যানেলে)।