ধরমশালা: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ১৫ তম ম্যাচে ধরমশালায় আজ মুখোমুখি মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস। দুই দলের শুরুটা দু’রকমভাবে হয়েছিল। বিধ্বংসী জোড়া জয়ে বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস ভালো খেললেও জয়ের মুখ দেখেনি। তবে আফগানিস্তানের সাফল্য যে বাড়তি প্রেরণা ছিল ডাচদের। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। এ বার দক্ষিণ আফ্রিকার মতো বিধ্বংসী টিমকে হারাল নেদারল্যান্ডস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ করে নেদারল্যান্ডস। জবাবে দক্ষিণ আফ্রিকাকে ১ বল বাকি থাকতেই ২০৭ রানে অলআউট করে তারা। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার কোনও টেস্ট খেলিয়ে দেশকে হারিয়ে ইতিহাস ডাচদের। এই ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পড়ুন TV9 Bangla Sports-এর এই লিঙ্কে।
অঘটন এ ভাবেই হয়। বিস্তারিত পড়ুন: বিশ্বকাপে মি’ডাচ’ টাচ! প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস নেদারল্যান্ডসের
ব্যক্তিগত ২৩ রানে তাঁর ক্যাচ পড়েছিল। মিলারকে বোল্ড করে নেদারল্যান্ডসকে ম্যাচে ফেরালেন লোগান ভ্যান বিক। কিলার মিলার ক্লিন বোল্ড। ৪৩ রানে ফিরলেন।
রোলেফ ভ্যান ডার মারওয়ের বোলিংয়ে বাউন্ডারি লাইনে ক্যাচের সুযোগ বাস ডি লিডের। যদিও হাত ফসকে বাউন্ডারি। ব্যক্তিগত ২৩ রানে ছিলেন মিলার। এই ক্যাচ মিসই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে না তো!
বোলিংয়েও অনবদ্য নেদারল্যান্ডস। এখনও অবধি পরিকল্পনায় সফল। প্রথম ১০ ওভারের মধ্যেই কুইন্টন ডি’কক এবং তেম্বা বাভুমার উইকেট। সদ্য এইডেন মার্কব়্যামকে বোল্ড করলেন মিকরন। আরও একটা অঘটনের সম্ভাবনা তেইশের বিশ্বকাপে।
অর্ধশতরান এল স্কট এডওয়ার্ডের ব্যাটে।
ফের উইকেট হারাল ডাচরা। প্যাভেলিয়নে ফিরলেন লোগান ভ্য়ান বিক।
জানসেনের ইয়র্কারে লেগ বিফোর তেজা। অনফিল্ড আম্পায়ার নটআউট দিলেও রিভিউতে সাফল্য মার্কো জানসেনের।
২৬ ওভারে শতরান এল ডাচদের ঘরে। ক্রিজে তেজা নিদামানারু ও অধিনায়ক স্কট এডওয়ার্ড।
মাত্র ১২ রান করেই প্য়াভেলিয়নে ফিরলেন সিনবার্ড এঙ্খেলব্রেট।
মাত্র ১২ রান করেই প্য়াভেলিয়নে ফিরলেন কলিন অ্য়াকারম্য়ান
আনপ্লেয়েবল ডেলিভারি। সোজা কিপারের হাতে। লেগ বিফোর না ক্যাচের আবেদন বোঝা যায়নি। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। লেগ বিফোর আউট বাস ডি লিড।
শুরুতেই ২ উইকেট হারাল ডাচরা। বিক্রমজিতের পর এ বার ফিরলেন ডাউড।
মাত্র ২ রান করেই ফিরলেন ডাচ ওপেনার বিক্রমজিৎ। তাঁকে ফেরালেন রাবাডা। অনবদ্য ক্যাচটি নেন ক্লাসেন।
ডাচদের হয়ে ওপেনিংয়ে বিক্রমজিৎ ও ম্যাক্স ও’ডাউড।
বৃষ্টি থামার নাম গন্ধ নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও শুরু করা গেল না দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্য়াচ।
টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হল না দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ।
মাঠ ভিজে থাকার জন্য নির্ধারিত সময়ে শুরু করা গেল না টস।