SA vs NED, ICC World Cup 2023 Highlights: অলআউট দক্ষিণ আফ্রিকা, ৩৮ রানের জয়ে ইতিহাস ডাচদের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 17, 2023 | 11:27 PM

South Africa vs Netherlands, ICC world Cup 2023 Live Score Updates: আগের জোড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে প্রোটিয়ারা। অন্যদিকে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি ডাচরা। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লড়াই নেদারল্যান্ডসের। ওডিয়াই ফরম্যাটে প্রোটিয়াদের সামনে সেভাবে কখনও জিততে পারেনি নেদারল্যান্ডস।

SA vs NED, ICC World Cup 2023 Highlights: অলআউট দক্ষিণ আফ্রিকা, ৩৮ রানের জয়ে ইতিহাস ডাচদের
দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস

Follow Us

ধরমশালা: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ১৫ তম ম্যাচে ধরমশালায় আজ মুখোমুখি মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস। দুই দলের শুরুটা দু’রকমভাবে হয়েছিল। বিধ্বংসী জোড়া জয়ে বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস ভালো খেললেও জয়ের মুখ দেখেনি। তবে আফগানিস্তানের সাফল্য যে বাড়তি প্রেরণা ছিল ডাচদের। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। এ বার দক্ষিণ আফ্রিকার মতো বিধ্বংসী টিমকে হারাল নেদারল্যান্ডস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ করে নেদারল্যান্ডস। জবাবে দক্ষিণ আফ্রিকাকে ১ বল বাকি থাকতেই ২০৭ রানে অলআউট করে তারা। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার কোনও টেস্ট খেলিয়ে দেশকে হারিয়ে ইতিহাস ডাচদের। এই ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পড়ুন TV9 Bangla Sports-এর এই লিঙ্কে।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 17 Oct 2023 11:11 PM (IST)

    ICC World Cup: অভাবনীয়, অবিশ্বাস্য, মিরাকল!

  • 17 Oct 2023 10:10 PM (IST)

    ICC World Cup: কিলার মিলার ক্লিন বোল্ড

    ব্যক্তিগত ২৩ রানে তাঁর ক্যাচ পড়েছিল। মিলারকে বোল্ড করে নেদারল্যান্ডসকে ম্যাচে ফেরালেন লোগান ভ্যান বিক। কিলার মিলার ক্লিন বোল্ড। ৪৩ রানে ফিরলেন।


  • 17 Oct 2023 09:35 PM (IST)

    ICC World Cup: বিগ মিস

    রোলেফ ভ্যান ডার মারওয়ের বোলিংয়ে বাউন্ডারি লাইনে ক্যাচের সুযোগ বাস ডি লিডের। যদিও হাত ফসকে বাউন্ডারি। ব্যক্তিগত ২৩ রানে ছিলেন মিলার। এই ক্যাচ মিসই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে না তো!

  • 17 Oct 2023 08:37 PM (IST)

    ICC World Cup: আফগান ঝলক ডাচ শিবিরে!

    বোলিংয়েও অনবদ্য নেদারল্যান্ডস। এখনও অবধি পরিকল্পনায় সফল। প্রথম ১০ ওভারের মধ্যেই কুইন্টন ডি’কক এবং তেম্বা বাভুমার উইকেট। সদ্য এইডেন মার্কব়্যামকে বোল্ড করলেন মিকরন। আরও একটা অঘটনের সম্ভাবনা তেইশের বিশ্বকাপে।

  • 17 Oct 2023 07:00 PM (IST)

    ICC ODI World Cup 2023: হাফ সেঞ্চুরি করলেন এডওয়ার্ড

    অর্ধশতরান এল স্কট এডওয়ার্ডের ব্যাটে।

  • 17 Oct 2023 06:35 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন ভ্যান বিক

    ফের উইকেট হারাল ডাচরা। প্যাভেলিয়নে ফিরলেন লোগান ভ্য়ান বিক।

  • 17 Oct 2023 06:13 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন নিদামানারু

    জানসেনের ইয়র্কারে লেগ বিফোর তেজা। অনফিল্ড আম্পায়ার নটআউট দিলেও রিভিউতে সাফল্য মার্কো জানসেনের।

  • 17 Oct 2023 06:03 PM (IST)

    ICC ODI World Cup 2023: দলগত শতরান ডাচদের

    ২৬ ওভারে শতরান এল ডাচদের ঘরে। ক্রিজে তেজা নিদামানারু ও অধিনায়ক স্কট এডওয়ার্ড।

  • 17 Oct 2023 05:37 PM (IST)

    ICC ODI World Cup 2023: পঞ্চম উইকেট হারাল ডাচরা

    মাত্র ১২ রান করেই প্য়াভেলিয়নে ফিরলেন সিনবার্ড এঙ্খেলব্রেট।

  • 17 Oct 2023 05:14 PM (IST)

    ICC ODI World Cup 2023: দলের ভরসা হতে পারলেন না কলিন

    মাত্র ১২ রান করেই প্য়াভেলিয়নে ফিরলেন কলিন অ্য়াকারম্য়ান

  • 17 Oct 2023 04:55 PM (IST)

    ICC Cricket World Cup: রাবাডার অবিশ্বাস্য ডেলিভারি

    আনপ্লেয়েবল ডেলিভারি। সোজা কিপারের হাতে। লেগ বিফোর না ক্যাচের আবেদন বোঝা যায়নি। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। লেগ বিফোর আউট বাস ডি লিড।

  • 17 Oct 2023 04:36 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফের উইকেট

    শুরুতেই ২ উইকেট হারাল ডাচরা। বিক্রমজিতের পর এ বার ফিরলেন ডাউড।

  • 17 Oct 2023 04:30 PM (IST)

    ICC ODI World Cup 2023: আউট বিক্রমজিৎ

    মাত্র ২ রান করেই ফিরলেন ডাচ ওপেনার বিক্রমজিৎ। তাঁকে ফেরালেন রাবাডা। অনবদ্য ক্যাচটি নেন ক্লাসেন।

  • 17 Oct 2023 04:01 PM (IST)

    ICC ODI World Cup 2023: ডাচদের ইনিংস শুরু

    ডাচদের হয়ে ওপেনিংয়ে বিক্রমজিৎ ও ম্যাক্স ও’ডাউড।

  • 17 Oct 2023 03:38 PM (IST)

    ICC ODI World Cup 2023: এখনও শুরু করা গেল না ম্য়াচ

    বৃষ্টি থামার নাম গন্ধ নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও শুরু করা গেল না দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্য়াচ।

  • 17 Oct 2023 02:35 PM (IST)

    ICC ODI World Cup 2023: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত প্রোটিয়াদের

    টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।

  • 17 Oct 2023 02:04 PM (IST)

    ICC ODI World Cup 2023: নির্ধারিত সময়ে শুরু হল না খেলা

    বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হল না দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ।

  • 17 Oct 2023 01:37 PM (IST)

    ICC ODI World Cup 2023: টস শুরু হতে বিলম্ব

    মাঠ ভিজে থাকার জন্য নির্ধারিত সময়ে শুরু করা গেল না টস।

  • 17 Oct 2023 01:13 PM (IST)

    ICC ODI World Cup 2023: কোন-কোন মাইলস্টোনের সামনে তাঁরা?

  • 17 Oct 2023 01:03 PM (IST)

    ICC ODI World Cup 2023: কেমন হতে চলেছে প্রোটিয়াদের বিরুদ্ধে নেদারল্য়ান্ডসের লড়াই?