SA vs NED, ICC World Cup: শক্তিশালী প্রোটিয়াদের মুখে আজ ডাচরা, রাবাডা-বিক্রমজিতরা যে মাইলস্টোনের সামনে…

South Africa vs Netherlands, ICC ODI World Cup 2023: বিশ্বকাপে আজ ধরমশালায় মুখোমুখি তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ও স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। একদিকে প্রোটিয়ারা এর আগে জোড়া ম্যাচ জিতেছে। অন্যদিকে ডাচদের ঝুলি এখনও শূন্য। ধরমশালায় বাভুমারা জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন। আর ডাচরা চেষ্টা করবে ২ পয়েন্ট তুলে নেওয়ার।

SA vs NED, ICC World Cup: শক্তিশালী প্রোটিয়াদের মুখে আজ ডাচরা, রাবাডা-বিক্রমজিতরা যে মাইলস্টোনের সামনে...
SA vs NED, ICC World Cup: শক্তিশালী প্রোটিয়াদের মুখে আজ ডাচরা, রাবাডা-বিক্রমজিতরা যে মাইলস্টোনের সামনে...Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 10:20 AM

ধরমশালা: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) আজ ধরমশালায় মুখোমুখি তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) ও স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস (Netherlands)। একদিকে প্রোটিয়ারা এর আগে জোড়া ম্যাচ জিতেছে। অন্যদিকে ডাচদের ঝুলি এখনও শূন্য। ধরমশালায় বাভুমারা জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন। আর ডাচরা চেষ্টা করবে ২ পয়েন্ট তুলে নেওয়ার। নয়নাভিরাম ধরমশালায় কোন দল করে বাজিমাত সেটাই দেখার। জোড়া ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। অবশ্য নেদারল্যান্ডসও তৈরি অঘটন ঘটানোর জন্য। আজ, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচে দুই দলের ক্রিকেটাররা বেশ কয়েকটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। TV9Bangla Sports এই প্রতিবেদবে রইল বিস্তারিত।

ওডিআইতে এর আগে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস ৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৬ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর একবার জিতেছে ডাচরা। আজকের ম্যাচের আগে এক ঝলকে দেখে নিন দুই দলের ক্রিকেটাররা যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —

  1. কাগিসো রাবাডা – ওডিআইতে ১৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করার জন্য দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার প্রয়োজন আর ১টি উইকেট।
  2. তাবরাইজ শামসি – আন্তর্জাতিক ওডিআইতে ১৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য তাবরাইজ শামসির প্রয়োজন ৩টি উইকেট।
  3. হেনরিখ ক্লাসেন – ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য হেনরিখ ক্লাসেনের প্রয়োজন আর ৬টি ছয়।
  4. এইডেন মার্কব়্যাম – আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার শতরান পূর্ণ হওয়া থেকে ২টি ছয় দূরে রয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার এইডেন মার্কব়্যাম।
  5.  রসি ভ্যান দার ডুসেন – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য রসি ভ্যান দার ডুসেনের প্রয়োজন আর ১৬ রান।
  6.  বাস ডি লিড – ওডিআইতে ১ হাজার রান পূর্ণ করার জন্য নেদারল্যান্ডসের বাস ডি লিডের প্রয়োজন ১৫০ রান।
  7. ওয়েসলি বারেসি – আন্তর্জাতিক ক্রিকেটে ডাচ ক্রিকেটার ওয়েসলি বারেসির ২ হাজার রান পূর্ণ করার জন্য প্রয়োজন আর ৮ উইকেট।
  8. বিক্রমজিৎ সিং – আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য ডাচ তারকা বিক্রমজিৎ সিংয়ের প্রয়োজন আর ৫২ রান।