CRICKET: এক হাতে ক্রাচ, আরেক হাতে ক্যাচ

এই ভিডিও যখন ভাইরাল হল, তখন টোকিও শহরে চলছে প্যারালিম্পিক গেমস।

CRICKET: এক হাতে ক্রাচ, আরেক হাতে ক্যাচ
এক হাতে ক্রাচ ধরে আরেক হাতে ধরলেন ক্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 10:22 AM

নয়াদিল্লিঃ ক্রিকেটে একটা প্রবাদ চালু আছে। যতদিন ক্রিকেট থাকবে এই প্রবাদ ততদিন থাকবে। ‘ক্যাচেস উইন ম্যাচেস।’ ২২ গজের লড়াইয়ে এখন ফিল্ডিং একটা গুরুত্বপূর্ণ অংশ। ব্যাট হাতে রান করা বা বল হাতে উইকেট নাওয়ার পাশাপাশি ফিল্ডিংয়েও সেরাটা দিতে হবে। আর তাই জাদেজা, হার্দিক, পোলার্ড বা জন্টি রোডস, হার্সেল গিবস থেকে রিকি পন্টিং মাইকেল ক্লার্করা বিশ্ব ক্রিকেটে একটা আলাদা জায়গা করে নিয়েছেন। পাড়ার মাঠের ক্রিকেটেও সেই ছবি দেখি আমরা। এবার দেখুন এই ভাইরাল ছবি।

একজন ক্রিকেটার, ক্যাচ এসেছে সেটা ধরতে হবে। এটাই তার মূল লক্ষ্য। একটা পা নেই তো কি হয়েছে। খেলাটা যখন ক্রিকেট তখন এই ক্যাচটা ধরতে হবে, এমন ভাবনাই হয়তো মাথায় ঘুড়ছিল এই ক্রিকেটারের। হাতে ক্র্যাচ নিয়ে বোলিং করছেন, বাজপাখির মত উড়ে গিয়ে ক্যাচ ধরছেন। নেট দুনিয়া মাতিয়ে দিয়েছে এই ছোট্ট ভিডিও।

এই ভিডিও যখন ভাইরাল হল, তখন টোকিও শহরে চলছে প্যারালিম্পিক গেমস। কারও একটা হাত নেই, কেউ হারিয়েছেন পা, কেউ পোলিও আক্রান্ত। কিন্তু জীবনের লড়াইয়ের সামনে এই বাধাঁ কোনও বাঁধাই নয়। শারীরিক সমস্যা সরিয়ে দিয়ে ওঁরা প্রত্যেকেই একজন অ্যাথলিট।

ইচ্ছে থাকলে যে সব প্রতিবন্ধিকতা জয় করা যায় সেটা দেখিয়ে দিয়েছেন ভাবিনা প্যাটেলরা। দেখালেন নাম না জানা এই প্যারা ক্রিকেটারও। এই ক্যাচে তাঁকে কোনও পদক দেয়নি। কিন্তু মানসিক শান্তি নিশ্চই দিয়েছে। এক মিনিটের জন্য হলেও এই ক্রিকেটার নিজেকে বিরাট বা জাদেজা ভেবেছেন সন্দেহ নেই। ভাবনা সেটাইতো আসল। মনকে বোঝাতে পারলে, লড়াই করতে পারেল সব সম্ভব। তা সে একটা পা থাক বা দুটো।