IPL 2025, KKR: খেলা মানেই তো ব্যর্থতা, আত্মবিশ্বাসী কেকেআর কোচ
IPL 2025, RR vs KKR: মিডল অর্ডারে সেই পাওয়ারফুল ব্যাটিং দেখা যায়নি। নতুন বলেও কেকেআরের বোলিং স্বস্তির ছিল না। কাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরুদ্ধে ম্যাচ। ব্যর্থতা নিয়ে চিন্তিত নন কেকেআরের বোলিং কোচ। কী বলছেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কলকাতা নাইট রাইডার্সের শুরুটা চ্যাম্পিয়নের মতো হয়নি। ১৮তম সংস্করণের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার। কেকেআরকে চিন্তায় রাখতে পারে ব্যাটিং। অজিঙ্ক রাহানে দুর্দান্ত ব্যাটিং করেন। কিন্তু মিডল অর্ডারে সেই পাওয়ারফুল ব্যাটিং দেখা যায়নি। নতুন বলেও কেকেআরের বোলিং স্বস্তির ছিল না। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরুদ্ধে ম্যাচ। ব্যর্থতা নিয়ে চিন্তিত নন কেকেআরের বোলিং কোচ। কী বলছেন?
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ম্যাচ। তার আগে দু-দিন জমিয়ে অনুশীলন করে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বোলিং কোচ ভরত অরুণ বলেন, ‘টিম হিসেবে বলতে পারি, আমরা প্রথম ম্যাচে হার নিয়ে একেবারেই চিন্তিত নই। প্রথম ম্যাচ জিতলে খুবই ভালো লাগে। শুরুটা ভালো হলে ছন্দ পাওয়া যায়, কিন্তু প্রথম ম্যাচ হারলেও প্রচুর ইতিবাচক দিক রয়েছে। অনেক কিছু শেখা যায়।’
মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে ভরত অরুণ বলেন, ‘স্পোর্টস মানেই ব্যর্থতা। কেউ ব্যর্থ হলেই সাফল্য পাবে। রাসেলের মতো চ্যাম্পিয়ন যখন ব্যর্থ হবে, ওরা নিজেরাই ভাববে। নিজেদের তাগিদেই প্রমাণ করতে চাইবে। আশাকরি কালকের ম্যাচেই দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে ওরা।’ প্রথম ম্যাচে নতুন বল দেওয়া হয়নি হর্ষিত রানাকে। যদিও বোর্ডে কম রানের পুঁজি থাকায় বোলারদের পক্ষেও চাপ ছিল।





