IPL 2022: দল হারলেও কোচ মুডির থেকে প্রশংসা কুড়োলেন সুন্দর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 30, 2022 | 4:36 PM

Washington Sundar: সঞ্জুদের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ বল করেননি সুন্দর। তবে আট নম্বরে নেমে মাত্র ১৪ বলে যে ৪০ রান করেছিলেন তাতে ছিল ৪টি চার ও ২টি ছয়। হায়দরাবাদ সমর্থকরা সুন্দরের দুরন্ত ফর্ম দেখে হয়তো ভাবছিলেন, তিনি কেন আরও আগে নামলেন না।

IPL 2022: দল হারলেও কোচ মুডির থেকে প্রশংসা কুড়োলেন সুন্দর
ওয়াশিংটন সুন্দর
Image Credit source: Twitter

Follow Us

পুনে: গত বারের আইপিএলের (IPL) লাস্ট বয় ছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এ বারের মেগা নিলামে দলের খোলনলচে পাল্টে ফেলেছে হায়দরাবাদ। কিন্তু অরেঞ্জ আর্মির পারফরম্যান্স কি বদলেছে? প্রথম ম্যাচে যেভাবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে কেন উইলিয়ামসনের (Kane Williamson) হায়দরাবাদ, তাতে টুর্নামেন্টের শুরুতেই প্রশ্ন ওঠাও শুরু হয়ে গিয়েছে নিজামের শহরের দলকে নিয়ে। তবে শত প্রশ্নের মাঝেও সকলের নজর কেড়ে নিলেন কমলা জার্সিতে মাঠে নামা ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তাঁর ১৪ বলে ঝোড়ো ৪০ রানের সুবাদে হায়দরাবাদ কিছুটা লড়ল তো বটেই, একই সঙ্গে তিনি পারফর্ম্যান্সের মধ্যে দিয়ে জানিয়ে গেলেন দলকে, যে আগামী দিনে তাঁর ওপর ভরসা রাখতে পারে হায়দরাবাদ। দল হারলেও ম্যাচের শেষে সুন্দর পেলেন দলের কোচ টম মুডির (Tom Moody) কাছ থেকে প্রশংসাও।

সঞ্জুদের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ বল করেননি সুন্দর। তবে আট নম্বরে নেমে মাত্র ১৪ বলে যে ৪০ রান করেছিলেন তাতে ছিল ৪টি চার ও ২টি ছয়। হায়দরাবাদ সমর্থকরা সুন্দরের দুরন্ত ফর্ম দেখে হয়তো ভাবছিলেন, তিনি কেন আরও আগে নামলেন না। ম্যাচের শেষে হায়দরাবাদ কোচ টম মুডি বলেন, “আমরা জানি ওয়াশিংটন একজন অসাধারণ অলরাউন্ডার। তাই আমরা মেগা নিলামে ওকে নেওয়ার জন্য আগ্রহী ছিলামও। আমাদের মনে হয়, যত দিন যাবে ও ব্যাটে-বলে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই মুহূর্তে দলের ভারসাম্য বজায় রেখে ওকে আট নম্বরে নামানো হয়েছে ঠিকই, কিন্তু এটা ওর স্থায়ী জায়গা নয়।”

তিনি আরও বলেন, “সময়ের সাথে সাথে ও কেমন পারফর্ম করে, তার ওপর ওর জায়গা ঠিক হবে। আমরা জানি ওর কী গুণ রয়েছে। ঠিক মতো সেটা কাজে লাগাতে হবে।”

পাশাপাশি মুডি কিন্তু তাঁর দলের বোলারদের নো বল দেওয়ার প্রবণতাকে ভালো চোখে দেখছেন না। তিনি মেনে নিয়েছেন একাধিক নো বল দেওয়ার ফল ভুগতে হয়েছে তাঁর দলকে। তবে একটা ম্যাচে হার মানেই টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া নয়। সমালোচকদের যোগ্য জবাব দিতে হলে, আগামী দিনে সব ভুল ত্রুটি শুধরে মাঠে নেমে জিতে দেখাতে হবে হায়দরবাদকে।

আরও পড়ুন: IPL 2022: কেকেআরের কোন প্লেয়ারের সঙ্গে রোহিতের তুলনা করলেন নাইটদের সহকারী কোচ?

আরও পড়ুন: IPL 2022: দর্শক সংখ্যা বাড়ছে আইপিএলে !

আরও পড়ুন: IPL 2022: ম্যাচ হারার যন্ত্রনা নিয়েই জরিমানার মুখে হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসন

Next Article