ICC World Cup 2023: বিরাটের ৪৯তম সেঞ্চুরি নিয়ে প্রশ্ন মেন্ডিসকে, তাঁর উত্তর শুনে সকলে থ…

Kusal Mendis on Virat Kohli: রবি-রাতে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের ৪৯তম শতরান করেছেন বিরাট। তাতে কিং কোহলি ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরকে। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা কোহলির এই সাফল্যে উচ্ছ্বসিত। এমন দিনে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসকে প্রশ্ন করা হয় কোহলির সেঞ্চুরি নিয়ে। তাতে তাঁর জবাব শুনে সকলে হতবাক হয়ে গিয়েছেন।

ICC World Cup 2023: বিরাটের ৪৯তম সেঞ্চুরি নিয়ে প্রশ্ন মেন্ডিসকে, তাঁর উত্তর শুনে সকলে থ...
ICC World Cup 2023: বিরাটের ৪৯তম সেঞ্চুরি নিয়ে প্রশ্ন মেন্ডিসকে, তাঁর উত্তর শুনে সকলে থ...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 1:42 PM

নয়াদিল্লি: জন্মদিনে ক্রিকেটের নন্দনকাননে সোনালি অধ্যায় লিখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। রবি-রাতে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের ৪৯তম শতরান করেছেন বিরাট। তাতে কিং কোহলি ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরকে। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা কোহলির এই সাফল্যে উচ্ছ্বসিত। এমন দিনে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসকে প্রশ্ন করা হয় কোহলির সেঞ্চুরি নিয়ে। তাতে তাঁর জবাব শুনে সকলে হতবাক হয়ে গিয়েছেন। আজ নয়াদিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচে নামবে শ্রীলঙ্কা। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কুশল মেন্ডিসের (Kusal Mendis) এক ভিডিয়ো। যেখানে দেখা যায়, বাংলাদেশ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কুশল মেন্ডিসকে প্রশ্ন করা হয়, বিরাটের সেঞ্চুরি নিয়ে। তাতে কী উত্তর দিলেন মেন্ডিস? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইডেনে যে সময় বিরাট-ধামাকা চলছিল, রবিবার সেই সময় প্রেস কনফারেন্সে এসেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সেখানে এক সাংবাদিক বিরাটের ৪৯তম সেঞ্চুরির জন্য মেন্ডিসের প্রতিক্রিয়া জানতে চান। ভিডিয়োতে দেখে বোঝা যায়, প্রথমে কুশল সেই প্রশ্নই শুনতে পাননি। দ্বিতীয় বার জানতে চান। এরপর এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৪৯তম ওডিআই শতরান করলেন। তাঁকে কি আপনি শুভেচ্ছা জানাতে চান?’ এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ চুপ ছিলেন মেন্ডিস। তারপর হাসতে হাসতে বলতে থাকেন, ‘আমি কেন বিরাটকে শুভেচ্ছা জানাতে যাব?’

শ্রীলঙ্কার ক্যাপ্টেন বিরাটকে শুভেচ্ছা না জানালেও, গোটা দুনিয়া থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন বিরাট কোহলি। কিংবদন্তি সচিন তেন্ডুলকরও তাঁর রেকর্ড ভাঙার জন্য কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, ১২১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসের সুবাদে বিরাট কোহলি ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।