AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sri Lanka Cricket: ফিটনেসে ব্যর্থ হলেই কাটা যাবে বেতন

কয়েকদিন আগেই বার্ষিক বেতন নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বেতনের পরিমাণ বাড়াতে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকদের সাফ বার্তা, ৮.৩৫ মিনিটে ২ কিলোমিটার দৌড়তে না পারলেই কাটা যাবে মাইনে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। ফিটেনেসের অভাবের কারণে আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে সফল হচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাই কঠোর মনোভাব নিয়ে এগোতে চলেছে সে দেশের বোর্ড।

Sri Lanka Cricket: ফিটনেসে ব্যর্থ হলেই কাটা যাবে বেতন
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 3:18 PM
Share

কলম্বো: ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে অভিনব পদক্ষেপ শ্রীলঙ্কা ক্রিকেট দলের (Sri Lanka Cricket) নির্বাচকদের। ফিটনেসে ফেল হলেই কাটা যাবে বেতন। ফতোয়া জারি শ্রীলঙ্কায়। ক্রিকেটারদের ফিট হতেই এমন চরম বার্তা।

কয়েকদিন আগেই বার্ষিক বেতন নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বেতনের পরিমাণ বাড়াতে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকদের সাফ বার্তা, ৮.৩৫ মিনিটে ২ কিলোমিটার দৌড়তে না পারলেই কাটা যাবে মাইনে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। ফিটেনেসের অভাবের কারণে আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে সফল হচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাই কঠোর মনোভাব নিয়ে এগোতে চলেছে সে দেশের বোর্ড।

শ্রীলঙ্কা বোর্ডের নির্দেশিকা

  • প্রতি মাসে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট বাধ্যতামূলক
  • নির্বাচকরা একটা নির্দিষ্ট বেঞ্চমার্ক বেঁধে দিচ্ছেন। ৮.১০ মিনিটের মধ্যে ২ কিলোমিটার দৌড়তে হবে।
  • ৮.৩৫ মিনিটের মধ্যে ২ কিলোমিটার দৌড়তে না পারলেই কাটা যাবে মাইনে।
  • ৮.৫৫ মিনিটের মধ্যেও ২ কিলোমিটার দৌড়তে না পারলে জাতীয় দল থেকে বাদ।

শ্রীলঙ্কা বোর্ডের এই ফতোয়ায় স্বভাবতই চাপে পড়ে গিয়েছেন ক্রিকেটাররা। ফিটনেসের সঙ্গে কোনও রকম আপোশ করতে চাইছে না বোর্ড। সম্প্রতি মাহেলা জয়বর্ধনেকে (Mahela Jayawardene) পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। নতুন বছরের ফেব্রুয়ারিতেই অস্ট্রেলিয়া (Australia) সফরে ৫টা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে যাবেন শনকারা। এরপরই ভারত (India) সফরে ২টো টেস্ট আর ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে লঙ্কানরা।

আরও পড়ুন: Men’s Asian Champions Trophy 2021: শেষ চারে জাপানের মুখে মনপ্রীতের ভারত