Men’s Asian Champions Trophy 2021: শেষ চারে জাপানের মুখে মনপ্রীতের ভারত

টোকিও গেমসে ব্রোঞ্জ পাওয়ার পর ভারতীয় হকি যে ঘুরে দাঁড়িয়েছে, সন্দেহ নেই। প্রত্যাশাও অনেক বেড়েছে। প্রতি ম্যাচেই তা মেটানোর তাগিদ দেখাচ্ছে মনপ্রীতের টিম।

Men's Asian Champions Trophy 2021: শেষ চারে জাপানের মুখে মনপ্রীতের ভারত
Men's Asian Champions Trophy 2021: শেষ চারে জাপানের মুখে মনপ্রীতের ভারত
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 3:00 PM

ঢাকা‌: যে জাপানকে (Japan) ছ’গোলের মালা পরিয়েছে ভারত (India), এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) সেমিফাইনালে তাদের বিরুদ্ধেই নামবেন মনপ্রীত সিংরা। তবে গ্রুপ লিগের শেষ ম্যাচকে অতীত বলে ধরছে ভারতীয় হকি টিম। এশিয়ান গেমসে সোনাজয়ী টিম যে ঘুরে দাঁড়াতে মরিয়া, তা খুব ভালো করেই জানেন গ্রাহাম রিড। তাই হরমনপ্রীত সিং, আকাশদীপ সিংদের সতর্ক করছে ভারতের কোচ। যাতে আত্মতুষ্টি গ্রাস না করে টিমকে।

টোকিও গেমসে (Tokyo Games) ব্রোঞ্জ পাওয়ার পর ভারতীয় হকি যে ঘুরে দাঁড়িয়েছে, সন্দেহ নেই। প্রত্যাশাও অনেক বেড়েছে। প্রতি ম্যাচেই তা মেটানোর তাগিদ দেখাচ্ছে মনপ্রীতের টিম। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ২-২ ড্র করেছিল ভারত। পরের তিন ম্যাচে ১৮ দিয়েছেন হরমনপ্রীত-সুমিতরা। পেনাল্টি কর্নার কাজে লাগাচ্ছেন যেমন, তেমনই বিপক্ষের বিরুদ্ধে ডিফেন্সও চমৎকার সামলাচ্ছেন ভারতীয় হকি প্লেয়াররা। মাঝমাঠে হার্দিক সিং ও ক্যাপ্টেন মনপ্রীতের বোঝাপড়া টিমের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। দুরন্ত ছন্দে রয়েছে ভারতের ফরোয়ার্ড লাইন। জার্মানপ্রীত, আকাশদীপ, দিলপ্রীত, শমসের সিংরা আগ্রাসী হকি খেলছেন। গোলের মধ্যে রয়েছেন চার ফরোয়ার্ডই। যে কারণে বাড়তি চাপ নিতে হচ্ছে না ডিফেন্ডারদের।

জাপানের বিরুদ্ধে নামার আগে ছ’গোলের ম্যাচ যেমন ভুলে যেতে চাইছে ভারত, তেমনই পজিটিভ দিকগুলোও মাথায় রাখছেন মনপ্রীতরা। গ্রুপ লিগের ম্যাচে জাপানকে সব বিভাগেই উড়িয়ে দিয়েছিল ভারত। আগ্রাসী স্ট্র্যাটেজি নিয়েই মাঠে নামবে রিডের টিম। তবে জাপানের বেশ কিছু আক্রমণ থামিয়ে দিয়েছিলেন কিপার সূরজ কারকেরা। ভারতের ডিফেন্স সব মিলিয়ে পাঁচটা পেনাল্টি কর্নার সেভ করেছিল। ভারতীয় টিমের অ্যাটাকিং হকি সেমিফাইনাল ম্যাচের শুরুর দিকে কিছুটা হলেও চাপে রাখবে জাপানকে। তাই প্রথম থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিতে চাইছেন মনপ্রীতরা।

আরও পড়ুন: Men’s Asian Champions Trophy 2021: এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে হাফ ডজন গোল ভারতের