ম্যাকগ্রা-হ্যাডলির রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন
টেস্টে ৩০ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট সংগ্রহ করলেন জেমস অ্যান্ডারসন। ভেঙে দিলেন গ্লেন ম্যাকগ্রার রেকর্ড।
গল: ভারতে আসার আগে ফের বিধ্বংসী জেমস অ্যান্ডারসন। একই দিনে গ্লেন ম্যাকগ্রা ও রিচার্ড হ্যাডলির রেকর্ড ভাঙলেন। বয়স তার কাছে শুধুই একটা সংখ্যা। ৩৮ বছরেও বলে আগুন ঝরাচ্ছেন ইংল্যান্ডের ডান হাতি জোরে বোলার। টেস্টে ৩০ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট সংগ্রহ করলেন জেমস অ্যান্ডারসন। ভেঙে দিলেন গ্লেন ম্যাকগ্রার রেকর্ড।
আরও পড়ুন: ছয় তরুণ ক্রিকেটারকে গাড়ি উপহার
২৯ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট সংগ্রহ করেছিলেন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। সবচেয়ে বেশি বয়সে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার নজিরও গড়লেন অ্যান্ডারসন। উপমহাদেশীয় উইকেটে জোরে বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির ছিল রিচার্ড হ্যাডলির। ৩৭ বছর বয়সে সেই কীর্তি গড়েছিলেন প্রাক্তন কিউই ক্রিকেটার। হ্যাডলির সেই রেকর্ডও ভেঙে দিলেন অ্যান্ডারসন।
Big wicket for England ☝️
Angelo Mathews departs for 110 in just the second over of the day!
James Anderson has got his fourth scalp of the match ?#SLvENG ➡️ https://t.co/3ZC7G8lc6R pic.twitter.com/s6IG6ety2Z
— ICC (@ICC) January 23, 2021
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বাদ পড়েন। দ্বিতীয় টেস্টে দলে জায়গা পেয়েই বল হাতে আগুন ঝরালেন অ্যান্ডারসন। ৬ উইকেট নেন ইংল্যান্ডের এই জোরে বোলার। টেস্টে এখনও পর্যন্ত ৬০৬ উইকেট সংগ্রহ করেছেন অ্যান্ডারসন। টেস্টে সবচেয়ে বেশিবার এক ইনিংসে ৫ বা তার অধিক উইকেট সংগ্রহের নজির রয়েছে মুরলীধরনের। শ্রীলঙ্কার কিংবদন্তী অফস্পিনার ৬৭ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। মুরলীর পরে রয়েছেন শেন ওয়ার্ন (৩৭ বার), রিচার্ড হ্যাডলি (৩৬ বার) এবং অনিল কুম্বলে (৩৫ বার)।
আরও পড়ুন: ভারতকে দেখে শিখুক অস্ট্রেলিয়া: গ্রেগ চ্যাপেল