AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতকে দেখে শিখুক অস্ট্রেলিয়া: গ্রেগ চ্যাপেল

ক্রিকেট অস্ট্রেলিয়া যতই পেশাদারিত্ব তুলে ধরার কথা বলুক, আসলে তাদের ক্রিকেট সিস্টেম যে পুরোনো ভাবনা আঁকড়ে ধরেই এগোচ্ছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার।

ভারতকে দেখে শিখুক অস্ট্রেলিয়া: গ্রেগ চ্যাপেল
ভারতকে দেখে শিখুক অস্ট্রেলিয়া: গ্রেগ চ্যাপেল।(সৌজন্যে-টুইটার)
| Updated on: Jan 23, 2021 | 2:17 PM
Share

সিডনি: দেশের মাঠে ভারতের কাছে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়া। একঝাঁক ভারতীয় তরুণই টিম পেইনের অভিজ্ঞ অস্ট্রেলিয়াকে কার্যত উড়িয়ে দিয়েছে। গ্রেগ চ্যাপেলের মতো প্রাক্তন ক্রিকেটারও মেনে নিচ্ছেন, নতুন প্রজন্মকে তুলে আনার যে সিস্টেম বিসিসিআই তৈরি করেছে, তারই সুফল মিলছে।

আরও পড়ুন: চোট নিয়েও ব্রিসবেনে বল করতে চেয়েছিলাম: নভদীপ

ভারতের প্রাক্তন কোচ নিজের কলামে লিখেছেন, ‘ভারতের তরুণ প্রজন্ম যখন জাতীয় টিমে পা দিচ্ছে, তখন তাদের মধ্যে অলরাউন্ড এবিলিটি আর দায়িত্ববোধ বেড়ে যাচ্ছে। এটাই সাফল্য দিচ্ছে ওদের। ভারতের যে ছেলেগুলো অস্ট্রেলিয়ায় এসে পারফর্ম করে গেল, তারা ১৬ বছর বয়স থেকে ম্যাচ জেতার চ্যালেঞ্জ নিচ্ছে। সে দিক থেকে দেখলে উইল পুকোভস্কি, ক্যামেরন গ্রিনরা এখনও প্রাইমারি স্কুল পেরোতে পারেনি।’

ভারতে কোচিং করানোর সময়কার একটা অভিজ্ঞতা তুলে ধরেছেন চ্যাপেল। ‘২০১২ সালে যুব বিশ্বকাপের সময় ১৬ বছরের একটা ভারতীয় বাচ্চা আমাকে বলেছিল, স্যার আমি স্কুলে যাই না। চাইলে, যে কোনও সময় আমি পড়তে পারি। কিন্তু ক্রিকেটে একটাই সুযোগ আসে। সেটাকে কাজে লাগাতে চাই।’

আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের আগে এক সপ্তাহের কোয়ারান্টিনে কোহলিরা

শুভমন গিলের মতো ক্রিকেটারদের উত্থান বোর্ডের চমত্‍কার ক্রিকেট সিস্টেমের হাত ধরেই। ‘শুভমনের কথাই ধরা যাক, ও অনূর্ধ্ব ১৬ ও ১৯ পাঞ্জাব টিমের হয়ে আন্তঃরাজ্য টুর্নামেন্টগুলো খেলেছে। সেখানে ম্যাচ রেফারি যারা থাকে, তারাই স্পটারের কাজটা করে। পৃথ্বী শ সহ আরও অনেকে ঠিক সেভাবেই উঠে এসেছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া যতই পেশাদারিত্ব তুলে ধরার কথা বলুক, আসলে তাদের ক্রিকেট সিস্টেম যে পুরোনো ভাবনা আঁকড়ে ধরেই এগোচ্ছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার। একই সঙ্গে চ্যাপেল আরও গভীরে ঢুকে বলেছেন, ‘বিসিসিআই কোটি কোটি টাকা খরচ করছে নতুন প্রজন্মকে তুলে আনার জন্য। সে দিক থেকে দেখলে ক্রিকেট অস্ট্রেলিয়া মাত্র ৪৪ মিলিয়ন ডলার খরচ করে শেফিল্ড শিল্ডের জন্য। দুই দেশের সিস্টেমের ফারাকটা ভারত মহাসাগরের মতো।’

আরও পড়ুন:  ফাঁকা গ্যালারির সামনেই চেন্নাইয়ের ২ টেস্ট