AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli on Captaincy: ক্যাপ্টেন্সি কেন ছেড়েছেন? ‘খুশি’ থাকার কথা বললেন বিরাট কোহলি

Indian Cricket-IPL: একই সঙ্গে জানান, আইপিএলেও আরসিবির ক্যাপ্টেন থাকছেন না। ওয়ান ডে থেকে তাঁকে সরিয়ে দিয়েছিল বোর্ড। টেস্ট থেকে নিজেই সরিয়ে দাঁড়িয়েছিলেন। কেন এমন সিদ্ধান্ত? খোলসা করলেন কোহলি।

Virat Kohli on Captaincy: ক্যাপ্টেন্সি কেন ছেড়েছেন? 'খুশি' থাকার কথা বললেন বিরাট কোহলি
Image Credit: PTI FILE
| Updated on: May 06, 2025 | 8:47 PM
Share

বিরাট কোহলির জীবনে ক্যাপ্টেন হিসেবে সাফল্য কী? প্রথমেই বলতে হয় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার ভারতের টেস্ট সিরিজ জয়। যদিও আইসিসি টুর্নামেন্ট হতাশার কেটেছে কিং কোহলির। প্রচুর দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও ক্যাপ্টেন হিসেবে আইসিসি টুর্নামেন্টে জুটেছে হতাশাই। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাই। দীর্ঘ সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন ছিলেন। কিন্তু ট্রফি আসেনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎই বিরাট কোহলি ঘোষণা করেন, টুর্নামেন্টের পর এই ফরম্যাটে দেশের হয়ে ক্যাপ্টেন্সি ছাড়ছেন। একই সঙ্গে জানান, আইপিএলেও আরসিবির ক্যাপ্টেন থাকছেন না। ওয়ান ডে থেকে তাঁকে সরিয়ে দিয়েছিল বোর্ড। টেস্ট থেকে নিজেই সরিয়ে দাঁড়িয়েছিলেন। কেন এমন সিদ্ধান্ত? খোলসা করলেন কোহলি।

ক্যাপ্টেন্সি ছাড়লেও গত মাঠে সারাক্ষণই লিডারের ভূমিকায় দেখা যায় বিরাটকে। গত বারের আইপিএলে ডুপ্লেসি চোটের কারণে বেশ কিছু ম্যাচে শুধু ব্যাটিং করেছেন। নেতৃত্ব সামলেছেন বিরাট কোহলিই। আরসিবির একটি পডকাস্টে ক্যাপ্টেন্সি প্রসঙ্গে কিং কোহলি বলেন, ‘গত কয়েক মরসুমে নিজের খেলায় বিশাল পরিবর্তন এনেছি। এর ভালো ফলও পেয়েছি। প্রত্যেকে আমাকে যেভাবে দেখতে চায়, তেমনই ব্য়াটিংয়ের চেষ্টা করেছি। একটা সময় বোঝা যায়, এটাই আমি। আমাকে এমনই থাকতে হবে।’

এরপরই ক্যাপ্টেন্সি নিয়ে যোগ করেন, ‘একটা সময়ের পর আমার কাছে ক্যাপ্টেন্সিটা কঠিন হয়ে দাঁড়িয়ছিল। কারণ, সে সময় কেরিয়ারে অনেক ওঠা-নামা চলছিল। দেশের হয়ে ৭-৮ বছর, আরসিবিতে ৯ বছর ক্যাপ্টেন্সি করেছি। আমার উপর প্রচুর প্রত্যাশা ছিল। ব্যাটিংয়ের পাশাপাশি ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও। কখনও ব্যাটিং নিয়ে কাটাছেঁড়া হত কখনও ব্যাটিং। এমন একটা পরিস্থিতি চেয়েছিলাম, যেখানে সারাক্ষণ আমাকে জাজ করা হবে না। খুশি থাকতে চেয়েছিলাম। ক্রিকেটটা উপভোগ করায় নজর ছিল।’