Steve Smith: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারের পর ওডিআইকে বিদায় স্টিভ স্মিথের

Steve Smith Retirement: পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। এ বার অজি টিমকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। প্রথম সেমিফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ২৪ ঘণ্টাও কাটেনি, তারই মাঝে ওডিআই ক্রিকেটকে বিদায় জানালেন স্মিথ।

Steve Smith: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারের পর ওডিআইকে বিদায় স্টিভ স্মিথের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারের পর ওডিআইকে বিদায় স্টিভ স্মিথেরImage Credit source: X

Mar 05, 2025 | 12:41 PM

দুবাই: ফের একটা ভারত-অস্ট্রেলিয়া মেগা ম্যাচের সাক্ষী রইল ক্রিকেট প্রেমীরা। টিম ইন্ডিয়ার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হেরেছে অস্ট্রেলিয়া। তারপরই বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভ স্মিথ। ওডিআই ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। ভারতের বিরুদ্ধে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলে নিয়েছেন বছর ৩৫ এর অজি তারকা।

একদিনের ক্রিকেটকে বিদায় জানালেও স্মিথ টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। তাঁর আগামীর লক্ষ্য হয়তো ২০২৮ সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে খেলা। কারণ সেখানে টি-২০ ক্রিকেটের অভিষেক হবে। মিনি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হারার পর স্টিভ স্মিথ তাঁর সতীর্থদের অবসরের সিদ্ধান্ত জানান।

অস্ট্রেলিয়ার হয়ে ১৭০টি ওডিআইতে খেলা স্মিথ এক বিবৃতিতে বলেছেন, “একটা দারুণ সফর কাটিয়েছি। প্রতিটি মিনিট উপভোগ করেছি। অস্ট্রেলিয়ার জার্সিতে অনেক দারুণ মুহূর্ত কেটেছে এবং প্রচুর সুন্দর স্মৃতি তৈরি হয়েছে। দু’বার বিশ্বকাপ জয় ভীষণ গর্বের। যে সতীর্থদের সঙ্গে এই কাজ করতে পেরেছি তারাও অসাধারণ। এ বার দলের লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া। তাই আমার মনে হচ্ছে এটাই এই ফর্ম্যাটকে বিদায় জানানোর সঠিক সময়। টেস্ট ক্রিকেটের গুরুত্ব এখনও রয়েছে এবং আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য মুখিয়ে রয়েছি। আমার মনে হয় টেস্টের মঞ্চে এখনও আমি কিছুটা অবদান রাখতে পারি।”

ওডিআইতে স্মিথের নামে রয়েছে ৫৮০০ রান। সর্বাধিক ১৬৪ রান। রয়েছে ১২টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি। এই ফর্ম্যাটে ১২তম সর্বাধিক রান সংগ্রহকারী স্মিথ। তিনি অজি জার্সিতে ৬০টি ওডিআইতে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে জিতেছেন ৫০%।