Hardik Pandya: ধিক্কার কী ভাবে সামলাতে হয়? হার্দিককে লাখ টাকার পরামর্শ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের

MI, IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স দুটো ম্যাচ এখনও পর্যন্ত খেলেছে আইপিএলে (IPL)। কিন্তু দুটোতেই হারতে হয়েছে হার্দিকের টিমকে। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জাজনক হার হজম করতে হয়েছে। হার্দিককে মাঝপথে ক্যাপ্টেন্সি থেকে বদলানো হতে পারে, এমনও বলা হচ্ছিল। এই পরিস্থিতি কি সামলাতে পারবেন হার্দিক?

Hardik Pandya: ধিক্কার কী ভাবে সামলাতে হয়? হার্দিককে লাখ টাকার পরামর্শ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের
Hardik Pandya: ধিক্কার কী ভাবে সামলাতে হয়? হার্দিককে লাখ টাকার পরামর্শ অস্ট্রেলিয়ান ক্রিকেটারেরImage Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 01, 2024 | 1:35 PM

কলকাতা: ঘরের মাঠে প্রথম বার নামার আগে কি প্রবল চাপে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)? গ্যালারি তাঁর জন্য তৈরি থাকবে। তৈরি থাকবেন রোহিত শর্মার ভক্তরা। নতুন ক্যাপ্টেনকে স্বাগত জানানো হবে? নাকি, তাঁকে ঘরের মাঠেও ধিক্কার শুনতে হবে? কয়েক ঘণ্টা পরই জেনে জানা যাবে। মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেওয়ার পর থেকে হার্দিককে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রোহিত শর্মার ছায়া তাড়া করছে তাঁকে। আইপিএলে দলবল নিয়ে নেমে পড়ার পরই বুঝতে পেরেছেন, এই মুম্বই তাঁর অচেনা। যে মুম্বই থেকে উঠে এসেছেন তিনি, সেই হেভিওয়েট টিমের দায়িত্ব সামলানোর মতো যথার্থ ক্যাপ্টেন কি তিনি? দুটো ম্যাচ এখনও পর্যন্ত খেলেছে আইপিএলে (IPL)। কিন্তু দুটোতেই হারতে হয়েছে হার্দিকের টিমকে। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জাজনক হার হজম করতে হয়েছে। হার্দিককে মাঝপথে ক্যাপ্টেন্সি থেকে বদলানো হতে পারে, এমনও বলা হচ্ছিল। এই পরিস্থিতি কি সামলাতে পারবেন হার্দিক? স্টিভ স্মিথ দারুণ পরামর্শ দিলেন হার্দিককে।

অস্ট্রেলিয়ান স্মিথ নিজেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন এক সময়। মাঠে নামলেই তাঁকে গ্যালারির ধিক্কার শুনতে হয়েছে। হার্দিকে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা খুব ভালো করে জানেন। তাই স্মিথ বলছেন, ‘বাইরে থেকে কে কী বলছে, তা নিয়ে মাথা ঘামানোর কোনও দরকারই নেই। একদমই গুরুত্বহীন বিষয়। বাইরে যারা বসে থাকে, তারা জানে না ড্রেসিংরুমে কী চলে। আমি কিন্তু বাইরের কোনও কিছুকেই গুরুত্ব দিইনি। মুশকিলটা তখন হয়, যখন প্লেয়ার বাইরের গুঞ্জনে কান দিয়ে বসে।’

ইএসপিএনকে দেওয়া ইন্টারভিউতে স্মিথ একই সঙ্গে বলে দিচ্ছেন, ‘এর জন্য কি প্লেয়ারের ক্ষতি হয়? হতে পারে। তার কারণ, এমন পরিস্থিতির মুখে আগে সে পড়েনি। প্লেয়ারের ফোকাস নড়ে যাওয়াটা স্বাভাবিক। ভারতের মতো দেশে একজন তারকাকে এমন কঠিন পরিস্থিতি সামলাতে হতে পারে। হার্দিক চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথম দুটো ম্যাচই হেরেছে মুম্বই। হার্দিক যে চাপের মধ্যে রয়েছে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না। ঘরের মাঠে এ বার খেলবে মুম্বই। ঘরের মাঠে ফ্য়ানরা কী ভাবে ওকে নেয়, সেটা দেখার অপেক্ষায় রয়েছি।’