Shubman Gill: ভারতের নতুন ক্যাপ্টেন শুভমন, নানা শুভেচ্ছাবার্তায় অবাক প্রাক্তন!

India Tour of England: প্রাক্তন ক্রিকেটাররা শুভমনেকই নেতা হিসেবে এগিয়ে রেখেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডও আস্থা রেখেছে প্রিন্সের উপরেই। বোর্ডের দল ঘোষণার পরই নেট পাড়ায় সাড়া পড়ে যায়। শুভমনকে শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন এবং বিশেষজ্ঞরা কী বলছেন?

Shubman Gill: ভারতের নতুন ক্যাপ্টেন শুভমন, নানা শুভেচ্ছাবার্তায় অবাক প্রাক্তন!
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 24, 2025 | 8:28 PM

কলকাতা: ভারতীয় টেস্ট টিমের ক্য়াপ্টেন হিসেবে শুভমন গিলকে বেছে নিয়েছে বিসিসিআই। ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে। আইপিএলে ক্য়াপ্টেন্সি করেছেন শুভমন। ক্য়াপ্টেন হিসেবে জিতিয়েছেন গুজরাট টাইটান্সকে। টেস্ট ক্যাপ্টেন হিসেবে দলকে কেমন সামলাবেন, সেই দিকে নজর থাকবে ক্রিকেট ভক্তদের। বিশেষজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটাররা শুভমনেকই নেতা হিসেবে এগিয়ে রেখেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডও আস্থা রেখেছে প্রিন্সের উপরেই। বোর্ডের দল ঘোষণার পরই নেট পাড়ায় সাড়া পড়ে যায়। শুভমনকে শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন এবং বিশেষজ্ঞরা কী বলছেন?

এক্স হ্যান্ডেলে শুভমনকে ইংল্যান্ড সফরের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন হরভজন সিং। শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট কর্তা রাজীব শুক্লাও। তিনি লিখেছেন, ‘ভারতের নতুন ক্য়াপ্টেন হওয়ার শুভেচ্ছা। একজন প্রতিশ্রুতিবদ্ধ তরুণ ক্রিকেটার থেকে আজ দলের ক্য়াপ্টেন। ওর জার্নিটা মনে রাখার মতো। নতুন অধ্যায়ের জন্য অনেক শুভেচ্ছা।’

ধারাভাষ্যকার হর্ষ ভোগলে আবার লিখেছেন, ‘এটা প্রত্যাশিত ছিল। এটা হতই। এটা ভীষণ সম্মানের। শুভমন খুব ধীরস্থির। আশা করি ওর এই গুণটাই ভারতীয় টেস্ট ক্রিকেটের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

আরসিবির এক্স হ্যান্ডেলেও ভবিষ্যতের জন্য় শুভেচ্ছা জানানো হয়েছে শুভমন গিল এবং ঋষভ পন্থকে। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ‘আমরা সমস্ত বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছি। গত এক বছর ধরেই আমরা বারবার শুভমনের দিকে নজর রেখেছি। গত বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়ও অনেক ফিডব্য়াক পেয়েছিলাম। এমনকি ড্রেসিং রুম থেকেও।’

এর মধ্যে টিম দেখে অবাক ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সার্বিক ভাবে দল বাছাই দেখে অবাক হয়েছি। তবে এটুকু বলতে পারি, ভারতীয় দল ইংল্যান্ডে যাচ্ছে একটা বড় পরিবর্তনে। এখানে হারানোর কিছু নেই। ধৈর্য ধরতে হবে। এই বিনিয়োগগুলোর হয়তো সঠিক রিটার্নও পাওয়া যাবে।’

নতুন টেস্ট অধিনায়ক শুভমনকে শুভেচ্ছা জানিয়েছেন আর এক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও। শার্দূলের প্রত্যাবর্তনেও খুশি ইরফান। তবে ইংল্যান্ডের পরিবেশে সামির অনুপস্থিতি যে ভারতকে অস্বস্তিতে ফেলবে, মেনে নিচ্ছেন ইরফান।