AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stuart Broad Dinesh Karthik : নতুন সূচনা সদ্য অবসর নেওয়া ব্রডের, স্বাগত জানালেন কার্তিক

দ্য হান্ড্রেডে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে ব্রডকে। এই নয়া ভূমিকায় তাঁকে স্বাগত জানালেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।

Stuart Broad Dinesh Karthik : নতুন সূচনা সদ্য অবসর নেওয়া ব্রডের, স্বাগত জানালেন কার্তিক
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 12:15 PM
Share

লন্ডন : সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজের শেষে বাইশ গজকে বিদায় জানিয়েছেন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। ১৭ বছরের বর্ণময় কেরিয়ারে ইতি টেনেছেন তুখোড় ফর্মে থাকতেই। তাঁর অবসর ঘোষণা চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। ৬০৪টি টেস্ট উইকেটের মালিক হয়ে রিটায়ারমেন্ট নিয়েছেন। সদ্য অবসর নেওয়া ব্রড নিজেকে অন্য কাজে ব্যস্ত করে ফেললেন। মাইক হাতে তুলে নিলেন তিনি। দ্য হান্ড্রেডে (The Hunderd) ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে ব্রডকে। এই নয়া ভূমিকায় তাঁকে স্বাগত জানালেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। কমেন্ট্র বক্সে কার্তিক এখন পরিচিত মুখ। মাইক্রো ব্লগিং সাইটে ব্রডের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন কার্তিক (Dinesh Karthik)। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

দেড় দশকের বেশি সময় ধরে বাইশ গজে অনুরাগীদের মুগ্ধ করে রেখেছিলেন ব্রড। অবসরের পরপরই নতুন ভূমিকায় নেমে পড়লেন। বাইশ গজকে বিদায় জানালেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারলেন না। ইংল্যান্ডে চলছে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই দ্য হান্ড্রেড টুর্নামেন্ট। ইংল্যান্ডের ১০০ বলের এই স্থানীয় লিগে কমেন্ট্র বক্স থেকে ভেসে আসছে স্টুয়ার্ট ব্রডের গলা। স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন তিনি। কমেন্ট্র প্যানেলে তাঁর সঙ্গী দীনেশ কার্তিক। সদ্য প্রাক্তন ইংলিশ পেসারের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, “তোমাকে এই নতুন ভূমিকা স্বাগত জানাই ব্রড। আমি নিশ্চিত যে এই ভূমিকায় সফল হবে।”