Sunil Gavaskar on Rahul Dravid: সানির মতে টিম ইন্ডিয়ায় সম্পদ হতে চলেছেন কোচ দ্রাবিড়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 05, 2021 | 9:01 AM

টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ভারতীয় কোচ হিসেবে দ্রাবিড়ের নাম ঘোষণা হওয়ায় গাভাসকর মনে করছেন, বাকি দুই ম্যাচে দ্রাবিড় তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখার জন্য কয়েকটি বিষয় মূল্যায়ন করতে পারেন।

Sunil Gavaskar on Rahul Dravid: সানির মতে টিম ইন্ডিয়ায় সম্পদ হতে চলেছেন কোচ দ্রাবিড়
সানির মতে টিম ইন্ডিয়ায় সম্পদ হতে চলেছেন কোচ দ্রাবিড়

Follow Us

নয়াদিল্লি: বিরাট-রোহিতদের হেড স্যারের ভূমিকায় রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নামে সিলমোহর পড়ার পর থেকেই তাঁকে নিয়ে নানা মত প্রকাশ করছেন প্রাক্তন ক্রিকেটাররা। দ্রাবিড়ের ছত্রছায়ায় আলোর পথেই যাবে টিম ইন্ডিয়া এমনটা মনে করছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও (Sunil Gavaskar)। সানি মনে করেন রাহুল দ্রাবিড়ের অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য আগামী দিনের সম্পদ হয়ে উঠবে। রবি শাস্ত্রীর পর কোচ দ্রাবিড় টিম ইন্ডিয়াকে (Team India) কী কী সাফল্য এনে দিতে পারবেন তা নিয়ে এখন থেকেই চলছে আলোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, “ভারতীয় ক্রিকেটকে সামনের দিকে অনেকটা এগিয়ে যেতে হবে। দ্রাবিড় ওর বিশাল অভিজ্ঞতা নিয়ে আসবে। পাশাপাশি থাকবে ওর কাজের শৃঙ্খলা, যেটা ও নিজের খেলার কাজে লাগাত। কৌশল নিয়ে গভীর চিন্তাভাবনা এবং আরও অনেক কিছুই থাকবে কোচ দ্রাবিড়ের ভাণ্ডারে।”

সুপার-১২ (Super 12) এ নিজেদের তৃতীয় ম্যাচের খেলা চলাকালীন, রবি শাস্ত্রীর (Ravi Shastri) পরবর্তী ভারতীয় কোচের নাম ঘোষণা করে বিসিসিআই (BCCI)। এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত এখনও পর্যন্ত তিনটি ম্যাচে খেলেছে। যার মধ্য জয় মাত্র একটিতে। যদিও বাকি এখনও দুটি ম্যাচ। যার মধ্যে স্কটদের বিরুদ্ধে আজই রয়েছে ভারতের চতুর্থ ম্যাচ।

টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ভারতীয় কোচ হিসেবে দ্রাবিড়ের নাম ঘোষণা হওয়ায় গাভাসকর মনে করছেন, বাকি দুই ম্যাচে দ্রাবিড় তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখার জন্য কয়েকটি বিষয় মূল্যায়ন করতে পারেন। এ ব্যাপারে গাভাসকর বলেন, “এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই নতুন কোচ প্রয়োজন ভারতের। ফলে যত আগে তাঁকে নিয়োগ করা হবে, ততই ভালো। কারণ, তিনিও পরিকল্পনা করার সময় পাবেন। এখনও আরও দুটি ম্যাচ খেলতে হবে ভারতকে। দ্রাবিড়ের এখন সময় এসে গিয়েছে ম্যাচগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার। তারপর ও সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেটের জন্য কী প্রয়োজন।”

আরও পড়ুন: T20 World Cup 2021: কাজে এল না হেটমায়ারের লড়াই, ক্যারিবিয়ানদের হারিয়ে শানাকাদের কাপ অভিযান শেষ

আরও পড়ুন: T20 World Cup: বাংলাদেশকে উড়িয়ে শেষ চারের স্বপ্নে অস্ট্রেলিয়া

আরও পড়ুন: Pakistan Cricket: ডিসেম্বরেই পাক সফরে ক্যারিবিয়ানরা

Next Article