T20 World Cup 2021: কাজে এল না হেটমায়ারের লড়াই, ক্যারিবিয়ানদের হারিয়ে শানাকাদের কাপ অভিযান শেষ
শ্রীলঙ্কা (Sri Lanka) এ বারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, বড় ধাক্কা দিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজকে (West Indies)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হত ক্যারিবিয়ানদের। কিন্তু আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের কাছে ২০ রানে হেরে সেমির আশা কার্যত শেষ পোলার্ডদের।
শ্রীলঙ্কা ১৮৯-৩ (২০ ওভার) ওয়েস্ট ইন্ডিজ ১৬৯-৮ (২০ ওভার) ২০ রানে জয়ী শ্রীলঙ্কা
আবু ধাবি: শ্রীলঙ্কা (Sri Lanka) এ বারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, বড় ধাক্কা দিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজকে (West Indies)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হত ক্যারিবিয়ানদের। কিন্তু আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের কাছে ২০ রানে হেরে সেমির আশা কার্যত শেষ পোলার্ডদের। টসে জিতে শুরুতে শানাকাদের ব্যাট করতে পাঠিয়েছিলেন পোলার্ড। পথুম নিশঙ্কা-চরিথ আসালঙ্কার ব্যাটে ভর করে গেইলদের ১৮৯ রানের বড় টার্গেট দিয়েছিল লঙ্কানরা। রান তাড়া করতে নেমে আজও ওপেনিংয়ে ছিলেন ক্রিস গেইল ও এভিন লুইস। ইউনিভার্সাল বসের ব্যাটে যেন জং ধরে গিয়েছে। গত ম্যাচে ৩ রানে বাংলাদেশকে ক্যারিবিয়ানরা হারালেও, গেইলের ব্যাট থেকে এসেছিল মাত্র ৪ রান। আজ আর এল মাত্র ১ রান। এ কোন গেইল! যার ব্যাটে কোনও চমক নেই। কাপের লড়াইয়ে গেইলের অভিজ্ঞতা কাজে লাগাতে চেয়েছিল ক্যারিবিয়ান বোর্ড। কিন্তু এ বারের বিশ্বকাপে তাঁর যা পারফরম্যান্স তা দেখলে কোনও ইতিবাচক দিক নজরে পড়বে না।
সুপার-১২ এর প্রথম ম্যাচে জয়ের পর, হারের হ্যাটট্রিক করা শ্রীলঙ্কার থেকে এরকম একটা পারফরম্যান্স হয়তো আশা করেননি কেউই। শ্রীলঙ্কার ওপেনিং জুটিতে ৪২ রানের পার্টনারশিপ গড়েন। ২৯ রান করে রাসেলের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন কুশল পেরেরা। এরপর চরিথ আসালঙ্কা ক্রিজে আসেন। নিশঙ্কার সঙ্গে জুটি বেঁধে দারুণভাবে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শতরানের পার্টনারশিপের কাছে এসে আসালঙ্কা-নিশঙ্কা জুটি ভাঙেন ডোয়েন ব্র্যাভো। ১৬ তম ওভারের তৃতীয় বলে নিশঙ্কাকে তুলে নেন তিনি। তবে ততক্ষণে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন লঙ্কান ওপেনার নিশঙ্কা। ৪১ বলে ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন নিশঙ্কা। এর পর ক্রিজে আসেন ক্যাপ্টেন দাসুন শানাকা। আসালঙ্কা ফের সঙ্গী পেয়ে যান। শানাকা-আসালঙ্কা জুটিতে ১৯ বলে ৪৬ রান স্কোরবোর্ডে জুড়ে দেয়। তবে শেষ অবধি আসালঙ্কাকে আরও মারাত্মক হয়ে উঠতে দিলেন না আন্দ্রে রাসেল। ৬৮ রানের দুরন্ত ইনিংসের পর ১৯ তম ওভারে আউট হয়ে যান আসালঙ্কা। শেষ বেলায় ক্যাপ্টেনকে সঙ্গ দিতে আসেন চামিকা করুণারত্নে। শানাকা ও করুণারত্নে যথাক্রমে ২৫ রানে ও ৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আজ ফ্লপ ক্যারিবিয়ানদের ওপেনিং জুটি। ৫ বল খেলে মাত্র ১ রান করে আউট হন ক্রিস গেইল। বিনুরা ফের্নান্ডো গেইলের পর এভিন লুইসকেও খুব সহজেই সাজঘরে ফেরত পাঠান। স্কোরবোর্ডে ১০ রান উঠতে না উঠতেই ২ উইকেট হারিয়ে ফেলেন পোলার্ডরা। রস্টন চেজ ও নিকোলাস পুরান জুটিতে দলকে খানিকটা অক্সিজেন দিতে যেই না শুরু করেছিল, ঠিক তখনই চামিকা করুণারত্নে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ধাক্কা দেন। ৯ রান করে সাজঘরে ফেরেন চেজ। এরপর ক্রিজে আসেন শিমরন হেটমায়ার। ৫ নম্বরে মাঠে নেমে হেটমায়ার অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। তাঁর ব্যাট থেকে এল ৫৪ বলে ৮১ রানে ঝকঝকে ইনিংস। কিন্তু সেটা কোনও কাজেই এল না লঙ্কান বোলারদের দাপটে। হেটমায়ার-পুরান জুটিতে ৩০ রান তোলার পরই দুশমন্ত চামিরার শিকার হন পুরান। ৩৪ বলে ৪৬ রান করে ড্রেসিংরুমে রওনা দেন পুরান। আজ ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেজের পাশাপাশি ব্যাট হাতে ব্যর্থ আন্দ্রে রাসেল ও ক্যারিবিয়ান ক্যাপ্টেন কায়রন পোলার্ডও।
It's the result we had hoped for! ?️Sri Lanka ended #T20WorldCup 2021 campaign with a fine victory! ?
Thank you to all our fans for your support! ?#RoaringForGlory #ApeKollo ?️ pic.twitter.com/DIa4x1KP3Y
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) November 4, 2021
টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল শ্রীলঙ্কার। সুপার-১২ এর ৫ ম্যাচের ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবলের ৪ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। আর ক্যারিবিয়ানরা এখনও রয়েছে ৫ নম্বরে। নিজেদের কাপ অভিযান শেষ করার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে পৌঁছতে দিলেন না শানাকারা।