K L RAHUL : রাহুলকে বাবা বলে কেন সম্বোধন করলেন সুনীল শেট্টি ?

মারাঠি ভাষায় বাবা কখনও সন্তাহকে স্নেহ ভরেও ডাকা হয়। তবে কেএল রাহুলের লর্ডসে সেঞ্চুরি ঘিরে সুনীল শেট্টির এই পোস্ট বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।

K L RAHUL : রাহুলকে বাবা বলে কেন সম্বোধন করলেন সুনীল শেট্টি ?
রাহুলকে শুভেচ্ছা সুনীলের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 11:19 AM

মুম্বইঃ অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে কেএল রাহুলের সম্পর্ক কারও অজানা নয়। অভিনেতা সুনীল শেট্টির কন্যার সঙ্গে শুধু দেশে নয়, দেশের বাইরেও ছুটি কাটান ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি নিয়ে চর্চা চলে নেটিজেনদের মধ্যে. আর এবার লর্ডস টেস্টে কে এল রাহুলের সেঞ্চুরির পর আথিয়ার বাবা সুনীল শেট্টি পোস্ট করলেন একটু ট্যুইট। যা নিয়ে জোর আলোচনা।

ট্যুইটে কি লিখেছেন অভিনেতা সুনীল শেট্টি? রাহুলের লর্ডস টেস্টে সেঞ্চুরির মুহূর্তের ভিডিও পোস্ট করে  সুনীল শেট্টি লিখেছেন, “ক্রিকেটের মক্কায় সেঞ্চুরি! দারুন খেলেছ বাবা।কে এল রাহুল।” হবু শ্বশুর জামাইকে সম্বোধন করছেন বাবা বলে। যা নেটিজেনরা বেশ উপভোগ করেছেন। মারাঠি ভাষায় বাবা কখনও সন্তাহকে স্নেহ ভরেও ডাকা হয়। তবে কেএল রাহুলের লর্ডসে সেঞ্চুরি ঘিরে সুনীল শেট্টির এই পোস্ট বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।

পরশু দিনই ৬০ বছর পূরণ করেছেন অভিনেতা সুনীল শেট্টি। এখন তিনি বর্ষীয়ান অভিনেতাদের দলে। সেদিন দিনভর শুভেচ্ছা পেয়েছেন সুনীল। আর এবার মেয়ে আথিয়া শেট্টির প্রেমিকের সেঞ্চুরি নিয়ে উচ্ছ্বাসের ট্যুইট নিয়ে আছড়ে পড়ছে একের পর এক রিট্যুইট।