UPT20 League: চালু হচ্ছে ইউপি টি-২০ লিগ, টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সুরেশ রায়না

ভারতে ফের এক ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ শুরু হওয়ার পথে। ৩০ অগস্ট ইউপি টি-২০ লিগের ঢাকে কাঠি পড়বে।

UPT20 League: চালু হচ্ছে ইউপি টি-২০ লিগ, টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সুরেশ রায়না
UPT20 League: চালু হচ্ছে ইউপি টি-২০ লিগ, টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সুরেশ রায়না
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 12:02 AM

লখনউ: ভারতে এখন কতগুলি টি-২০ লিগ (T20 League) চালু রয়েছে? খুব সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না ভারতীয় ক্রিকেট প্রেমীরা। শুরুটা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাত ধরে। এরপর ভারতের মাটিতে ধীরে ধীরে একাধিক টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ ডালপালা মেলেছে। এ বার উত্তর প্রদেশে শুরু হতে চলেছে নয়া টি-২০ লিগ। যার নাম ইউপি টি-২০ লিগ (UPT20 League)। লখনউয়ের তাজ হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে UPT20 League এর আনুষ্ঠানিক সূচনা হল। জানা গিয়েছে, উত্তর প্রদেশের এই নতুন টি-২০ লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে (Suresh Raina)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইউপি টি-টোয়েন্টি লিগে মোট ছ’টি শহর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি রয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনার দিন ট্রফি এবং ছ’টি দলের জার্সি উন্মোচিত হয়েছে। একই সঙ্গে ইউপি টি-২০ লিগের ৬টি টিমের প্লেয়ারদের ড্রাফ্টের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ৩০ অগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর অবধি চলবে এই টুর্নামেন্ট।

এক ঝলকে দেখে নিন আসন্ন ইউপি টি-২০ লিগের কিছু ড্রাফ্ট প্লেয়ার —

  • আইপিএলে কেকেআরের হয়ে খেলা রিঙ্কু সিংকে ইউপি টি-২০ লিগে দেখা যাবে মিরাট ম্যাভরিক্সের হয়ে খেলতে। কার্তিক ত্যাগিকেও এই টিম নিয়েছে।
  • আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা কিপার-ব্যাটার ধ্রুব জুরেলকে ইউপি টি-২০ লিগের জন্য ড্রাফ্ট করেছে গোরখপুর লায়ন্স। এ ছাড়া আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা মহসিন খানকেও নিয়েছে
  • আইপিএলে নাইট রাইডার্সকে চলতি বছরে নেতৃত্ব দেওয়া নীতীশ রানাকে ড্রাফ্ট প্লেয়ার হিসেবে নিয়েছে নয়ডা সুপার কিংস। এই টিমের হয়ে ইউপি টি-২০ লিগে খেলবেন ভারতের সিনিয়র তারকা বোলার ভুবনেশ্বর কুমার।
  • কর্ণ শর্মাকে ইউপি টি-২০ লিগে ড্রাফ্ট প্লেয়ার হিসেবে নিয়েছে কাশী রূদ্রাস।
  • ইউপি টি-২০ লিগে প্রিয়ম গর্গকে ড্রাফ্ট প্লেয়ার হিসেবে নিয়েছে লখনউ ফ্যালকন্স। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলা যশ দয়ালকে নিয়েছে লখনউ ফ্যালকন্স।