কোভিড বিধি ভেঙে গ্রেফতার সুরেশ রায়না

সোমবার রাতে মুম্বই পুলিশ গ্রেফতার করে বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারকে। মহারাষ্ট্র সরকারের কোভিড বিধি ভাঙায় গ্রেফতার করা হয় রায়নাকে।

কোভিড বিধি ভেঙে গ্রেফতার সুরেশ রায়না
গ্রেফতার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। ছবি সৌজন্যে - টুইটার (সুরেশ রায়না)
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 4:54 PM

TV9 বাংলা ডিজিটাল –  গ্রেফতার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। সোমবার রাতে মুম্বই পুলিশ (Mumbai Police) গ্রেফতার করে বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারকে। মহারাষ্ট্র সরকারের কোভিড বিধি (Covid norms) ভাঙায় গ্রেফতার করা হয় রায়নাকে। সোমবার রাতে বলিউডের একাধিক তারকার সঙ্গে একটি ক্লাবে পার্টি করছিলেন রায়না। সেখানেই হানা দেয় পুলিশ।

আরও পড়ুন – প্রায় ১ বছর পর কোর্টে ফিরছেন সাইনা-সিন্ধু

ইউরোপে করোনার আবার নতুন করে ছড়াতে শুরু করেছে। পরিস্থিতি বিচার করে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে মহারাষ্ট্র প্রশাসন। সোমবার থেকে মুম্বই সহ একাধিক শহরে জারি করা হয়েছে নাইট কারফিউ। সেই নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের বেশি সময় ক্লাব খোলা ছিল। সেই খবর পেয়ে সাহার থানার একটি দল হানা দেয় ক্লাবে। সেখানেই তখন পার্টিতে উপস্থিত ছিলেন রায়না, বলিউডিরে গায়ক গুরু রনধাওয়া, সুজান খানরা। সবাইকেই গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন – ৮ দলেই হবে ২০২১ আইপিএল !

মুম্বই পুলিশ সুত্রে খবর ক্লাবের সাত জন কর্মী সহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। আইপিসির তিনটি ধারায় অভিযোগ দায়ের করা হয় রায়নাদের বিরুদ্ধে। পরে অবশ্য জামিনে ছেড়ে দেওয়া তাদের। যদিও এই নিয়ে মুখ খোলেননি সুরেশ রায়না। একটি বিবৃতিতে প্রাক্তন ক্রিকেটারের ম্যানেজার জানিয়েছেন, রায়না স্থানীয় সময় ও স্থানীয় কোভিড বিধি নিয়ে অবগত ছিলেন না। ভুল বুঝতে পেরে রায়না প্রশাসনকে সব রকম সাহায্য করেছেন।