প্রায় ১ বছর পর কোর্টে ফিরছেন সাইনা-সিন্ধু

থাইল্যান্ড ওপেন দিয়ে অলিম্পিকের প্রস্তুতি শুরু করছেন সাইনা-সিন্ধু।

প্রায় ১ বছর পর কোর্টে ফিরছেন সাইনা-সিন্ধু
কোর্টে ফিরছেন সাইনা-সিন্ধু। ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Dec 21, 2020 | 6:52 PM

TV9 বাংলা ডিজিটাল: ব্যাডমিন্টন কোর্টে ফিরতে চলেছেন সাইনা নেহওয়াল(SAINA) আর পি ভি সিন্ধু(SINDHU)। করোনা পরবর্তী সময়ে প্রথমবার কোর্টে দেখা যাবে ভারতের দুই সেরা ব্যাডমিন্টন তারকাকে। জানুয়ারি মাসে তিনটে টুর্নামেন্টে অংশ নেবেন সিন্ধু-সাইনা। এই টুর্নামেন্টগুলোকে আসন্ন টোকিও অলিম্পিকের প্রস্তুতির মঞ্চ হিসাবেই দেখতে চাইছেন সাইনারা।

অলিম্পিকে যোগ্যতাঅর্জনের কথা মাথায় রেখে এই তিনটে টুর্নামেন্টের জন্য ৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা। ভারতের দুই সেরা মহিলা শাটলার ছাড়া দলে আছেন সাই প্রনীত,কিদম্বি শ্রীকান্ত,রানকিরেড্ডি,চিরাগ শেট্টি,,অশ্বিনী পুনাপ্পা আর এন সিকি রেড্ডি। প্রথমে থাইল্যান্ড ওপেনে অংশ নেবেন সিন্ধুরা। জানুয়ারির ১২ থেকে ১৭ তারিখ ব্যাঙ্ককে হবে থাইল্যান্ড ওপেন। আরও একটা টুর্নামেন্ট খেলে জানুয়ারির শেষে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে নামবেন সিন্ধু-সাইনারা।

আরও পড়ুন:৮ দলেই হবে ২০২১ আইপিএল !

আসন্ন তিনটে টুর্নামেন্টে শক্তিশালী দল পাঠানোর যুক্তি হিসাবে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সাধারণ সচিব বলছেন,”আমাদের অধিকাংশ খেলোয়াড়ই শেষ ৭-৮ মাসে কোনও টুর্নামেন্টে অংশ নেননি। অলিম্পিক কোয়ালিফায়ারের আগে খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিস দেওয়াই আসল লক্ষ্য।”