AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: ফাইনালে ভারতের নীরব ভাবনা, মাঠের বাইরের ঘটনায় যা ঢাকা!

India vs Pakistan, Asia Cup 2025: অভিষেক শর্মা যে ছন্দে রয়েছেন, তা বিশ্বের তাবড় বোলিং আক্রমণের কাছেও ত্রাসের বিষয়। ২০০-র বেশি স্ট্রাইকরেটে খেলছেন। টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি প্লাস ইনিংস খেলেছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান তাঁরই। ভারতের জয়ের ধারার মাঝেও একটা নীরব চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে।

IND vs PAK: ফাইনালে ভারতের নীরব ভাবনা, মাঠের বাইরের ঘটনায় যা ঢাকা!
Image Credit: PTI
| Updated on: Sep 27, 2025 | 7:03 PM
Share

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এ বারের টুর্নামেন্টে এই নিয়ে তৃতীয় বার দু-দলের সাক্ষাৎ। ভারতীয় দল দুরন্ত ছন্দে রয়েছে। গ্রুপ এবং সুপার ফোর পর্বে তিনটি করে মোট ছটি ম্যাচ ছিল। সব কটিতেই জিতেছে ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার দুরন্ত সুযোগ। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করতে পারলে এশিয়া কাপে নবম ট্রফি জিতবে ভারত। অভিষেক শর্মা যে ছন্দে রয়েছেন, তা বিশ্বের তাবড় বোলিং আক্রমণের কাছেও ত্রাসের বিষয়। ২০০-র বেশি স্ট্রাইকরেটে খেলছেন। টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি প্লাস ইনিংস খেলেছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান তাঁরই। ভারতের জয়ের ধারার মাঝেও একটা নীরব চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে।

সুপার ফোর পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জিতেছে ভারত। প্রথমে ব্যাট করে ২০২ রান তুলেছিল। অভিষেক শর্মা দুরন্ত ব্যাটিং করেন। তেমনই সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা মজবুত জুটি গড়েন। অভিষেক শর্মা ধারাবাহিক ভালো খেলছেন। বাকিদের ব্যাটে ধারাবাহিকতা নেই। এই তালিকায় পড়েন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হঠাৎই যেন উতরাই চলছে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাটারের।

এশিয়া কাপে শেষ তিন ইনিংসে সূর্যকুমার যাদবের অবদান ০, ৫ ও ১২। এ বছর ১০টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৯৯ রান। এর মধ্যে তিনটি শূন্য। স্ট্রাইকরেট মাত্র ১১০। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ধরলে, ১৯ ইনিংসে মাত্র ৩২৯ রান। দুটি হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। মাঠের বাইরের বিষয়ে নানা আলোচনায় সূর্যকুমার যাদব। তেমনই তাঁর ক্য়াপ্টেন্সি নিয়ে এখনও অবধি প্রশ্ন তোলার জায়গা নেই। তবে ব্যাটার সূর্যকুমার যাদব ফাইনালের আগে ভারতীয় শিবিরে বড় চিন্তা। সব ম্যাচেই অভিষেক শর্মার ব্যাটে ঝড় উঠবেই, এই নিশ্চয়তা নেই।