IND vs ENG Playing XI: বৃষ্টির পর ম্যাচ, টস হেরে চাপ বাড়ল ভারতের!

Jun 27, 2024 | 8:59 PM

ICC Men's T20 WC 2024 India vs England Toss Report XI in Bengali: দু-দলই গত ম্যাচের একাদশই ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভারতের চার স্পিনার খেলানোর ভাবনা কার্যকর হল না। যার ফলে যুজবেন্দ্র চাহালকে ওয়েটিং লিস্টেই থাকতে হল। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথমে ব্য়াট করেছিল ভারত। রান ডিফেন্ড করে জিতেছিল। এখন বোর্ডে বড় রান তোলাটাই প্রধান চ্যালেঞ্জ বিরাট-রোহিতদের কাছে।

IND vs ENG Playing XI: বৃষ্টির পর ম্যাচ, টস হেরে চাপ বাড়ল ভারতের!
Image Credit source: ICC

Follow Us

গায়ানায় ছিল বৃষ্টির পূর্বাভাস। গায়ানায় ভারত-ইংল্যান্ড ম্যাচ শুরু থেকেই বৃষ্টির আনা গোনা। ভারতীয় সময় অনুয়ায়ী সন্ধে ৭.৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল। যদিও তা পিছিয়ে যায়। বৃষ্টি থামার পর মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। অবশেষে ৮.৫১ নাগাদ টস হল। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। যেহেতু বৃষ্টি হয়েছে, সে কারণেই টস জিতে ফিল্ডিং, জানিয়ে দিলেন বাটলার। শুরুর পিচে পিচের আর্দ্রতা কাজে লাগাতে মরিয়া।

মাঝে ফের বৃষ্টি নামতে পারে। এর জন্যই দ্বিতীয় সেমিফাইনালে রাখা হয়েছে অতিরিক্ত সময়। পাসিং শাওয়ার এলেও ভারতীয় সময় রাত ১২.১০ অবধি কোনও ওভার কমছে না। এরপর অবশ্য ওভার কমবে। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য টস হার নিয়ে চিন্তিত নন। পরিষ্কার জানিয়ে দিলেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। পিচও ড্রাই। সুতরাং, পিচ নিয়ে চিন্তিত নন। তাঁর পরিষ্কার লক্ষ্য, বোর্ডে বড় রান করা এবং ফাইনাল নিশ্চিত করা।

দু-দলই গত ম্যাচের একাদশই ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভারতের চার স্পিনার খেলানোর ভাবনা কার্যকর হল না। যার ফলে যুজবেন্দ্র চাহালকে ওয়েটিং লিস্টেই থাকতে হল। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথমে ব্যাট করেছিল ভারত। রান ডিফেন্ড করে জিতেছিল। এখন বোর্ডে বড় রান তোলাটাই প্রধান চ্যালেঞ্জ বিরাট-রোহিতদের কাছে।

ভারতের একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, জনি বেয়ারস্টো, হ্য়ারি ব্রুক, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, রিস টপলি

Next Article