দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২ (Super 12) এ আজ, বৃহস্পতিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia) ও মাহমুদুল্লাহের বাংলাদেশ (Bangladesh)। আজ অজিদের একটাই লক্ষ্য, বাংলাদেশকে হারানো। টাইগারদের বড় ব্যবধানে হারাতে পারলে সেমিফাইনালের দৌড়ে কিছুটা এগিয়ে যেতে পারবে তারা। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দিকে পা বাড়িয়ে রেখেছে ইংল্যান্ড (England)। তাদের পিছনে আছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। এখন তাঁরা গ্রুপের দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারাতে পারলেই দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন স্টিভ স্মিথরা। হেড টু হেডে নজর দিলে দেখা যায়, আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মোট ৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৫ বার এবং বাংলাদেশ জিতেছে ৪ বার। তবে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে ৪ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। তাতে একবারও শিকে ছেড়েনি বাংলাদেশের। ৪ বারই জিতেছে অজিরা। ফলে, দুবাইতে আজ ২ পয়েন্ট তুলে নেবে কারা, সেদিকে বিশেষ নজর থাকবে সকলের।
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটি আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) হবে।
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: আজ বদলার ম্যাচ অস্ট্রেলিয়ার
আরও পড়ুন: Kapil Dev: সিনিয়রদের ভুলে সামনে তাকাতে হবে ভারতকে, পরামর্শ কপিলের
আরও পড়ুন: Sachin Tendulkar: সচিনের অভিনব উদ্যোগ