আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ (Super 12) আজ, শনিবারের প্রথম ম্যাচে ম্যাচে মুখোমুখি হতে চলেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia) ও কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। আজ আবু ধাবিতে সুপার-১২ (Super 12) এর শেষ ম্যাচ খেলতে নামবে দুই দলই। টিম-১ এর লিগ টেবলের শীর্ষে থেকে সেমিফাইনালের দৌড়ে একধাপ এগিয়ে রয়েছে ইওন মর্গ্যানের ইংল্যান্ড। অস্ট্রেলিয়া রয়েছে দু’নম্বরে। আজ তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে গ্রুপ টেবলের ৫ নম্বরে রয়েছে গেইলরা। ৩ ম্যাচের মধ্যে মাত্র ১টাতে জিতেছে ক্যারিবিয়ানরা। এ বারের সেমির লড়াই থেকে ছিটকে গিয়েছেন পোলার্ডরা। ম্যাচটা শুধু গেইলদের সম্মানের। কিন্তু অজিদের আশা রয়েছে। আজ ক্যারিবিয়ানদের হারিয়ে শেষ চারে পৌঁছনোই লক্ষ্য ওয়ার্নারদের। কিন্তু হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ বিশ্বকাপে এর আগে ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১০ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ৬ বার জিতেছে অস্ট্রেলিয়া। ফলে আবু ধাবিতে আজ ২ পয়েন্ট কারা তুলে নেবে সেদিকেই বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি আজ শনিবার (৬ নভেম্বর) হবে।
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup: ক্যাপ্টেন বিরাট এখন আফগান সাপোর্টার
আরও পড়ুন: T20 World Cup 2021: অঙ্ক মিলিয়ে রবিবার আফগান-বিপ্লব চান বিরাটরা