T20 World Cup: ক্যাপ্টেন বিরাট এখন আফগান সাপোর্টার

ভারতীয় (India) দলের পাশাপাশি গোটা দেশের ফোকাসে এখন রবিবারের নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচই ঠিক করে দিতে পারে এবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের সেমিফাইনাল ভাগ্য।

T20 World Cup: ক্যাপ্টেন বিরাট এখন আফগান সাপোর্টার
সোমবার নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে শেষ ম্যাচ টিম ইন্ডিয়ার। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 11:26 PM

প্রান্তিক দেব

অধিনায়কের জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কিছু দেওয়ার থাকতে পারে না। প্রথম দুটি ম্যাচে পাকিস্তান (Pakistan) ও নিউজিল্যান্ডের (New Zealand) কাছে হেরে যে দলটা ব্যাকফুটে চলে গিয়েছিল, তারাই এখন সেমিফাইনালের আলো জ্বালিয়ে দিয়েছে। শেষ চারের রাস্তাটা এখনও পুরোপুরি ভারতের (India) হাতে নেই। কিন্তু সুযোগ পেলে যেন সেটা হাতের বাইরে না চলে যায়, সে কাজটা সেরে রাখল টিম ইন্ডিয়া। স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে যে শুধু দুই পয়েন্ট পাওয়া গেল তাই নয়, মাত্র ৩৯ বলে ম্যাচ জিতে রানরেটের হিসেবে আফগানিস্তান ও নিউজিল্যান্ডকেও ব্যাকফুটে ঠেলে দিল ভারত। মুখে হাসি ফিরে পেলেন ভারত অধিনায়ক। তবে বিরাটের ফোকাস কিন্তু আট তারিখের নামিবিয়া ম্যাচের দিকে নেই। রবিবারের নিউজিল্যান্ড-আফগানিস্তান (Afghanistan) ম্যাচের দিকে।

স্কটল্যান্ডকে হারিয়ে নিজে মুখেই সে কথা বললেন বিরাট (Virat Kohli)। ”দাপুটে পারফরম্যান্স। এখন মজার কথা হল, তাকিয়ে থাকতে হবে ৭ তারিখের দিকে। আজকের ম্যাচ নিয়ে বিশেষ কিছু বলার নেই। আমরা জানি, আমারা কী করতে পারি। এই ম্যাচটা প্রমাণ করল, দুবাইয়ে ম্যাচের সময় টস জেতাটা কত গুরুত্বপূর্ণ।” ক্যাপ্টেন বিরাট যে এখন আফগান সাপোর্টার, এ নিয়ে কোও সন্দেহ নেই। শুধু বিরাট কেন, ভারতীয় টিম এবং সারা ভারতও তাই!

জন্মদিনে এ বারের বিশ্বকাপে প্রথমবার টস জিতলেন বিরাট কোহলি। বল হাতে নামার আগেই লক্ষ্যটা স্থির করে ফেলেছিলেন। দলকে সেটা জানিয়েও দিয়েছিলেন। ”মাঠে নামার সময় আমাদের কাছে একটাই লক্ষ্য ছিল, প্রতিপক্ষকে ১১০ থেকে ১২০ রানের মধ্যে আটকে রাখা। বোলাররা সেই কাজটা দারুণ ভাবে করেছে। ” মাত্র ৮৬ রানের লক্ষ্য নিয়ে ভারত যখন ব্যাটিং করতে নামল তখন ছবিটা পরিষ্কার। সাত ওভারের মধ্যে ম্যাচ জিততে পারলে আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে পেছেনে ফেলে দেওয়া যাবে। কিন্তু ৪৩ বলে ম্যাচ জেতার টার্গেট করেনি টিম। খোলা মনে খেলার বার্তা ছিল। ”খুব দ্রুত রান তোলার চেষ্টা করতে হবে এমনটা ভেবে মাঠে রান তাড়া করতে নামিনি আমরা। কারণ, খুব দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারাতে শুরু করলে সমস্যা হতে পারত। জানতাম, রোহিত ও রাহুল নিজের মতো খেলতে পারলেই সহজেই রান তাড়া করা যাবে। প্রস্তুতি ম্যাচেও দেখেছেন আমরা এ ভাবেই ব্যাটিং করেছি।”

স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়ার খেলায় ভারতীয় বোলারার আসল কাজটা করেছেন। জাডেজা টি-২০ ক্রিকেটে নিজের সেরা বোলিংটা করলেন আজ। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট। সামিকেও উড়িয়ে দেওয়া যাবে না, ৩ ওভারে তিনিও ১৫ রান দিয়ে ১ মেডেন সহ নিলেন ৩টি উইকেট। ম্যাচের সেরা বাছা হল জাডেজাকেই। তিনি বলছেন, ”বল টার্ন করছিল, এই উইকেটে আজ বোলিং করে ভালো লাগল। প্রথম উইকেটটাই সেরা। কারণ ব্য়াটারকে টার্নিং বলে আউট করার আনন্দটাই আলাদা। সবাই জানত, রানরেট কত বড় ফ্যাক্টর। তাই সবাই নিজেদের একশো শতাংশ দিয়ে ঝাঁপিয়েছি আমরা। আর একটা ম্যাচ বাকি। আশা করি আজকের মতোই খেলতে পারব সেদিন।”

জাডেজা-সামি-বুমরাদের সঙ্গে আপাতত অঙ্ক মিলিয়ে দিয়েছেন রাহুল-রোহিত জুটি। বিরাটদের স্বপ্ন বাস্তব করার দায়িত্ব এ বার রশিদ খানদের হাতে। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান এক সময় ভারতেই বেছে নিয়েছিল ‘ঘরের মাঠ’। গুরগাঁওয়ে প্র্যাক্টিস করেই আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এসেছে রশিদদের। এবার কি ফিরিয়ে দেবেন না?

আরও পড়ুন : T20 World Cup 2021: অঙ্ক মিলিয়ে রবিবার আফগান-বিপ্লব চান বিরাটরা