T20 World Cup 2021: অঙ্ক মিলিয়ে রবিবার আফগান-বিপ্লব চান বিরাটরা
শুধু একটাই স্বপ্ন এখন দেখবেন বিরাটরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেরা ম্যাচটা খেলে দিক আফগানরা। রশিদরাও তো জানেন, ক্রিকেট অনিশ্চয়তার খেলা!
অভিষেক সেনগুপ্ত
স্কটল্যান্ড ৮৫ (১৭.৪ ওভারে) ভারত ৮৯-২ (৬.৩ ওভারে)
ম্যাচ শুরুর আগে টস নিয়ে বোধহয় আলোচনা সবচেয়ে বেশি ছিল! শুক্রবারই তেত্রিশে পা দিলেন। বার্থডে বলেই কি বিরাট কোহলির (Virat Kohli) টস-কপাল সঙ্গ দিল? অসহায়তার নিশ্চিত দিক হলেও সত্যিই, টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) এই প্রথম টস জিতলেন ভারতীয় ক্যাপ্টেন। আগের তিনটে ম্যাচে হেরেছেন। প্রথম দুটো ম্যাচও। শুক্রবার টস হারলেও বিরাটের টিম হারত না, জোর দিয়ে বলা যায়। ভারতকে আটকে দেওয়ার মতো মশলা স্কটল্যান্ডের নেই।
দুপুরে নিউজিল্যান্ড, সন্ধেয় ভারত। আমিরশাহির মাঠে দুটো ম্যাচ হিসেবে চিহ্নিত থাকতে পারে। আসলে ভারত বনাম নিউজিল্যান্ডই হচ্ছিল শুক্রবার! নামিবিয়ার বিরুদ্ধে পয়েন্ট বাড়ানোর খেলা এক দিকে। অন্য দিকে, রানরেট বাড়ানোর। নির্যাসে কী দাঁড়াল? কেন উইলিয়ামসনের টিম ৬ পয়েন্ট নিয়ে টেবলের দুইয়ে। পাকিস্তান ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গিয়েছে। ৪ পয়েন্ট নিয়ে তিনে বিরাটরা। রানরেটে আফগানিস্তানকে একধাপ পিছনে রেখে। যতই রশিদ খানদের টপকে যাক, ভারতীয় টিম এবং পুরো ভারত ৭ নভেম্বর তাঁদেরই সাপোর্ট করবে। ভারত, পাকিস্তানের কাছে হারলেও আফগানদের ক্ষমতা আছে নিউজিল্যান্ডকে হারানোর। তা ছাড়া যদি অঘটন ঘটিয়ে দিতে পারে, কে বলতে পারে, শেষ চারে চলে যাবে না তারা?
The final stretch in Group 2 ?
Which team will join Pakistan in the semis? ?#T20WorldCup pic.twitter.com/QOPXMnfSBP
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
ম্যাচের ফাঁকে ফাঁকে যতবার ভারতীয় ড্রেসিংরুমে চোখ রাখল ক্যামেরা, ততবারই দেখা গেল রবি শাস্ত্রী, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা অঙ্কের জট, হিসেবের খাতা নিয়ে বসে। সোমবার নামিবিয়া ম্যাচে নামার আগের যদি-কিন্তুর জটিল সমীকরণ যদি মিলিয়ে দেওয়া যায়, তা হলে বিশ্বকাপের শেষ চারে পা রাখবেন সামি-বুমরারা। আর তা যদি হয়, আরও একবার বলতে হবে, ক্রিকেট ঘোর অনিশ্চয়তার খেলা!
India unleash the ?#T20WorldCup | #INDvSCO | https://t.co/nlqBbYrz37 pic.twitter.com/3XRPyr4n3P
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
শুক্রবার কোনও অনিশ্চয়তা রাখেননি বিরাটরা। টস জিতে ভয়ঙ্কর সামি-বুমরাদের মুখে ফেলে দিয়েছিলেন স্কটল্যান্ডকে। সামির ৩ উইকেট, বুমরার ২টোয় হুড়মুড় ভেঙে পড়ল স্কটিশরা। তাঁদের আগে প্রাথমিক ধাক্কাটা দিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। ৪ ওভারে ১৫ রান দিয়ে ম্যাথু ক্রস, রিচি ব্যারিংটন, মাইকেল লিস্ককে দ্রুত ফেরত পাঠিয়ে। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও বরুণ চক্রবর্তীও দারুণ বোলিং করলেন। তবে উইকেট পেলেন শুধু অশ্বিন।
.@imjadeja starred with the ball to set up #TeamIndia's superb 8⃣-wicket win over Scotland & bagged the Man of the Match award. ? ? #T20WorldCup #INDvSCO
Scorecard ▶️ https://t.co/cAzmUe5OJM pic.twitter.com/Pvl6PTK4Ut
— BCCI (@BCCI) November 5, 2021
রানরেটে আফগানিস্তানকে পিছনে ফেলতে হলে ৭.১ ওভারে টার্গেটে পৌঁছতে হত ভারতকে। অর্থাৎ ৪৩ বলে জেতার লক্ষ্য নিয়ে নেমেছিল বিরাটের টিম। ৩৯ বলে সেই কাজ শেষ করে ফেললেন লোকেশ রাহুল আর রোহিত শর্মা। ১৮ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস রাহুলের। ৩টে ছয় ও ৬টা চার দিয়ে। আর রোহিত, ১৬ বলে ৩০ করলেন।
সমালোচনা অনেক সময় হুলের মতো হয়। কেউ কেউ সমালোচনার জবাব দেন। কেউ কেউ হারিয়ে যান। এই ভারতীয় টিম পাল্টা ঘুরে দাঁড়াতে জানে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন জেনেও ভারতীয় ক্রিকেটাররা বাইশ গজেই জবাব দিতে চেয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর স্কটল্যান্ড বধে যেন তারই ছাপ থাকল। প্রশ্ন হচ্ছে, দেরি হয়ে গেল না তো? অনেক সময় দেরিতে পূরণ হওয়া আকাঙ্খার স্বাদ বড় মিঠে হয়।
শুধু একটাই স্বপ্ন এখন দেখবেন বিরাটরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেরা ম্যাচটা খেলে দিক আফগানরা। রশিদরাও তো জানেন, ক্রিকেট অনিশ্চয়তার খেলা!
সংক্ষিপ্ত স্কোর: স্কটল্যান্ড ৮৫ (মুনসে ২৪, লিস্ক ২১, ম্যাকলয়েড ১৬, সামি ৩-১৫, জাডেজা ৩-১৫, বুমরা ২-১০, অশ্বিন ১-২৯)। ভারত ৮৯-২ (রাহুল ৫০, রোহিত ৩০, ওয়াট ১-২০, ব্র্যাড ১-৩২)।