আবু ধাবি: আজ, বুধবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হতে চলেছে ইওন মর্গ্যানের ইংল্যান্ড (England) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। টি-২০ ক্রিকেটের রেকর্ড বুক বলছে, এই দুই দেশ মোট ২১ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৩ বার জিতেছে ইংল্যান্ড। ৭টি জয় নিউজিল্যান্ডের। এ বারের বিশ্বকাপে যদিও একই জায়গায় দাঁড়িয়ে আছে দুই দল। গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচের মধ্যে চারটি করে জয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। পার্থক্য একটা জায়গাতেই। নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও পরপর চারটি ম্যাচ জিতে ছন্দে ফিরেছে। অন্য দিকে প্রথম চারটি ম্যাচে জিতলেও, শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ছন্দে ছেদ পড়েছে মর্গ্যানের দলের। আজ আবু ধাবিতে নজর থাকবে দুই দলের মধ্যে কোন দল ওঠে টুর্নামেন্টের ফাইনালে।
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচটি আজ বুধবার (১০ নভেম্বর) হবে।
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি কোথায় হবে?
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফানাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: ছবিতে দেখুন কোন পথে সেমিফাইনালে নিউজিল্যান্ড
আরও পড়ুন: T20 World Cup 2021: আজ মান রাখার পালা বিশ্বচ্যাম্পিয়নদের
আরও পড়ুন: T20 World Cup 2021: নিজেদের আন্ডারডগ ভাবছেন ট্রেন্ট বোল্ট