AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2021: নিজেদের আন্ডারডগ ভাবছেন ট্রেন্ট বোল্ট

মুখে যাই বলুন না কেন, মাঠে ব্ল্যাক ক্যাপসরা যে ইংল্যান্ডকে ছেড়ে কথা বলবেন না, সেটা সবাই জানেন। এখনও একবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের। চলতি বছরেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে উইলিয়ামসনের দল। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে দুর্দান্তভাবে বছর শেষ করার সুযোগ রয়েছে তাঁদের সামনে।

T20 World Cup 2021: নিজেদের আন্ডারডগ ভাবছেন ট্রেন্ট বোল্ট
T20 World Cup 2021: নিজেদের আন্ডারডগ ভাবছেন ট্রেন্ট বোল্ট
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 8:50 AM
Share

আবু ধাবি: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup ) প্রথম সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ইংল্যান্ড (New Zealand Vs England )। ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই টিম। তাই ম্যাচে টানটান হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ক্রিকেট মহলের। কিন্তু ইংল্যান্ডের (England ) বিরুদ্ধে নামার আগে নিজেদের আন্ডারডগ ভাবছেন ট্রেন্ট বোল্ট (Trent Boult )। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগের দিন তিনি যা বলছেন, তার মানে করলে তাই দাঁড়ায়।

কিউইদের বাঁহাতি পেসার মনে করছেন, তাঁরা যদি ইংল্যান্ডকে হারান, তা হলে সেটা হবে অঘটন। আর সেই অঘটন ঘটানোর জন্য তৈরি নিউজিল্যান্ড (New Zealand)। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে আছে ইংল্যান্ড। গ্রুপ পর্বের টানা চারটি ম্যাচ জিতেছে ইওন মর্গ্যানের টিম। তারপর শেষ ম্যাচে এসে সাউথ আফ্রিকার কাছে হারতে হয়েছে তাঁদের। অন্য দিকে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর টানা চারটি ম্যাচ জিতেছে গ্রুপ পর্বে। শক্তির বিচারে খাতায়-কলমে কিছুটা হলেও এগিয়ে আছে ইংল্যান্ড, তাতে কোনও সন্দেহ নেই। আর সেই জন্যই নিজেদের আন্ডারডগ ভেবে মাঠে নামছেন ট্রেন্ট বোল্ট। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১টা উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কিউয়ি বাঁহাতি পেসার। বিশ্বকাপের নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

সেমিফাইনালের আগে নিউজিল্যান্ড বোর্ডের প্রকাশ করা একটি ভিডিও ট্রেন্ট বোল্ট বলেছেন, “ইংল্যান্ড দলটা ম্যাচ উইনারে ভর্তি। এই মুহূর্তে সাদা বলে ক্রিকেটে ওরা দুর্দান্ত প্রতিপক্ষ। আশা করছি ওদের হারিয়ে একটা অঘটন ঘটাতে পারব আমরা। সাদা বলের ক্রিকেটে দুই দলের ইতিহাস বেশ সমৃদ্ধ। আমি জানি, আমাদের দেশে প্রচুর মানুষ এই ম্যাচ দেখার জন্য টিভির পর্দায় চোখ রাখবেন।”

ক্রিকেট মহলের মতে, বোল্টের এমন উক্তি আসলে প্রতিপক্ষ ইংল্যান্ডকে চাপে রাখার কৌশল। ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের কাছেই হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ৫০ ওভারের লড়াইয়ের পর টানটান সুপার ওভার হয়। কিন্তু তাতেও দুই দলকে আলাদা করা যায়নি। বেশি বাউন্ডারি মারার সুবাদে মর্গ্যানের দল চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারবেন কেন উইলিয়ামসনরা। সেটা নিশ্চয়ই মাথায় আছে কিউই বোলারের। আর তাই নিজেদের চাপমুক্ত রাখতেই নিজেদের আন্ডারডগ রাখার কৌশল।

মুখে যাই বলুন না কেন, মাঠে ব্ল্যাক ক্যাপসরা যে ইংল্যান্ডকে ছেড়ে কথা বলবেন না, সেটা সবাই জানেন। এখনও একবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের। চলতি বছরেই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে উইলিয়ামসনের দল। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে দুর্দান্তভাবে বছর শেষ করার সুযোগ রয়েছে তাঁদের সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপকেই পাখির চোখ করছেন ট্রেন্ট বোল্টরা। যদিও কথার লড়াইতে নেই তিনি। বরং প্রতিপক্ষকে অনেকটাই সমীহ করছেন বাঁ হাতি পেসার।