শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) আজ, শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইওন মর্গ্যানের ইংল্যান্ড (England) ও তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa)। টানা ৪ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে রয়েছে মর্গ্যানের ইংল্যান্ড। অন্যদিকে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড শীর্ষে থাকলেও তাদের সেমিফাইনালের (Semifinal) টিকিট পাকা, এ কথা এখনই বলা যাবে না। কারণ, ইংল্যান্ড আজকের ম্যাচে হেরে গেলে দক্ষিণ আফ্রিকা শেষ করবে আট পয়েন্টে। আবার অন্য ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেও তাদের পয়েন্ট হবে আট। তাই হালকা মেজাজে খেলার কোনও পরিস্থিতিতে নেই বাটলার বা বাভুমারা। দুই দলই জয় চায়। হেড টু হেডে নজর দিলে দেখা যায়, এর আগে ২১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ১১ বার এবং প্রোটিয়ারা জিতেছে ৯ বার। একটি ম্যাচের ফয়সলা হয়নি। টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্য ২ বার জিতেছে ইংলিশব্রিগেড এবং ৩ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফলে শারজায় আজ ২ পয়েন্ট কারা তুলে নেবে সেদিকেই বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি আজ শনিবার (৬ নভেম্বর) হবে।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup: ক্যাপ্টেন বিরাট এখন আফগান সাপোর্টার
আরও পড়ুন: T20 World Cup 2021: অঙ্ক মিলিয়ে রবিবার আফগান-বিপ্লব চান বিরাটরা