দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ আজ, বুধবারের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হতে চলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) ও কাইল কোয়র্টজারের স্কটল্যান্ড (Scotland)। দুবাইতে দুই দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। কিউয়িরা প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে। ফলে আজ স্কটদের হারিয়ে সেমির লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করবেন উইলিয়ামসনরা। অন্যদিকে স্কটরা সুপার-১২-এ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৩০ রানের বড় ব্যবধানে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধেও জুটেছিল হার। তাই তৃতীয় ম্যাচে তাঁরাও জয়ে ফিরতে চায়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে একবারই সাক্ষাৎ হয়েছে দুই দলের তাতে জিতেছে কিউয়িরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ কারা ২ পয়েন্ট তুলে নেয় সেদিকেই বিশেষ নজর থাকবে।
নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচটি আজ বুধবার (৩ নভেম্বর) হবে।
নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: আফগানদের বিরুদ্ধে ভাগ্যের চাকা পাল্টাতে মরিয়া বিরাটরা
আরও পড়ুন: T20 World Cup 2021: নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাবর আজমের পাকিস্তান
আরও পড়ুন: T20 World Cup 2021: বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সেমির পথে রাবাডারা