T20 World Cup 2021: আফগানদের বিরুদ্ধে ভাগ্যের চাকা পাল্টাতে মরিয়া বিরাটরা

বিশ্বকাপের পরই হয়তো ডানা ছাঁটা হচ্ছে বিরাট কোহলির। টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি থেকে নিজেই আগে সরে দাঁড়িয়েছেন। এ বার হয়তো একদিনের ক্রিকেটেও ক্যাপ্টেন কোহলিকে সরিয়ে রোহিতের কাঁধে দায়িত্ব দিতে পারে বোর্ড। দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে টিম ইন্ডিয়াকে।

T20 World Cup 2021: আফগানদের বিরুদ্ধে ভাগ্যের চাকা পাল্টাতে মরিয়া বিরাটরা
ভারতীয় ক্রিকেট। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2021 | 8:48 AM

আবু ধাবি: বিশ্বকাপ (T20 World Cup) অভিযানটা এত খারাপ হবে অতি বড় সমর্থকও আশা করেননি। প্রথম দুটো ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনালের পথ অনেক কঠিন করে ফেলেছেন বিরাটরা (Virat Kohli)। টি-২০ বিশ্বকাপে বিরাট বিপর্যয় এখনও কাটিয়ে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে পাকিস্তানের (Pakistan) কাছে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। ব্যাটিং ভরাডুবি, সঙ্গে বোলিং ভরাডুবি। কোনও কিছুতেই আড়াল করা যাচ্ছে না কোহলিদের। এ বার আফগান চ্যালেঞ্জ। অভিশপ্ত দুবাই ছেড়ে আবু ধাবিতে ভাগ্য ফিরে পাওয়ার খোঁজে ধোনি-শাস্ত্রীদের ভারত। রশিদ খান (Rashid Khan), মহম্মদ নবিরা (Mohammed Nabi) এ বারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে। জয়ের দেখা না পাওয়া ভারতের কাছে এই ম্যাচটাও এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।

শুধু জিতলেই চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। নেট রান রেট বাড়িয়ে রাখারও চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কাছে। যদিও নিউজিল্যান্ড (New Zealand) একাধারে জিততে থাকলে তাতে লাভের লাভ কিছুই হবে না। বিশ্বকাপ অভিযানটা কোনওক্রমে শেষ করতে পারলে বাঁচেন বিরাট-রোহিতরা। হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। আর আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ম্যাচের ফল অন্যরকম হলে কেউ ছেড়ে কথা বলবে না। বিশ্বকাপের পরই হয়তো ডানা ছাঁটা হচ্ছে বিরাট কোহলির। টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি থেকে নিজেই আগে সরে দাঁড়িয়েছেন। এ বার হয়তো একদিনের ক্রিকেটেও ক্যাপ্টেন কোহলিকে সরিয়ে রোহিতের কাঁধে দায়িত্ব দিতে পারে বোর্ড। দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে টিম ইন্ডিয়াকে। তার মধ্যে একাধিক সম্ভাবনার খবর ছড়িয়ে বেড়াচ্ছে। বিরাটদের বিশ্বকাপ সফর যেন মনে করাচ্ছে ২০০৭-কে।

গোটা দলে কেউই পারফর্ম করতে পারছেন না। সেই ইংল্যান্ড সফর থেকে টানা জৈব সুরক্ষা বলয়ে বিরাট-রোহিতরা। বাবল ক্লান্তি ধরা দিয়েছে বুমরাদের চেহারাতেও। আফগানদের হালকা চোখে দেখলেই বিপদ বাড়বে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। এ বারের বিশ্বকাপে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে জাজাই-নবিদের। যে রকম আগ্রাসী ব্যাটিং, সে রকম আক্রমণাত্মক বোলিং। বিরাট-বুমরাদের চমকে দিতে পারেন রশিদ-শাহজাদরা। নামিবিয়ার বিরুদ্ধে পুরো ফিট না থাকায় মাঠে নামেননি মুজিব উর রহমান। তবে ভারতের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। লোকেশ রাহুল, রোহিত শর্মারা এমনিতেই ফর্মের ধারে কাছে নেই। আফগান বোলাররা আরও চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে।

টিম কম্বিনেশন কি হবে তা ম্যাচের আগেই ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। রবিচন্দ্রন অশ্বিনের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঈশান কিশান আর কেএল রাহুলকে ওপেন করতে দেখায় বিস্তর সমালোচনার মুখে পড়তে ক্যাপ্টেন কোহলিকে। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সাফ জানিয়েছেন, পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। রোহিত শর্মা নিজেও জানতেন যে তিনি ৩ নম্বরে ব্যাট করতে আসবেন। আফগানিস্তানের ওপেনিং জুটি মহম্মদ শাহজাদ আর হজরতুল্লাহ জাজাই বিপক্ষের বোলারদের ত্রাস হয়ে উঠেছেন। ফলে সতর্ক থাকতেই হবে বুমরা-সামিদের। ২টো ম্যাচে সব মিলিয়ে বিপক্ষের মাত্র ২টো উইকেট ফেলতে পেরেছেন ভারতীয় বোলাররা। আফগানিস্তানের বিরুদ্ধে ২ বারের মুখোমুখি সাক্ষাত্‍কারে ২ বারই জিতেছে ভারত। চলতি বিশ্বকাপে এখনও জয়ের মুখ না দেখা বিরাটরা মরিয়া আফগান ম্যাচ থেকেই ভাগ্যের চাকা পাল্টাতে।

আরও পড়ুন: Indian Cricket: ব্যাটিং কোচের পদে ফের আবেদন বিক্রম রাঠোরের