নয়াদিল্লি: ভারত (India) নয়, আমিরশাহিতেই (UAE) হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। শোনা যাচ্ছে এমনই খবর। আইপিএলের (IPL) বাকি ম্যাচ শেষ হলেই তা শুরু হবে ১৭ অক্টোবর থেকে। ফাইনাল হবে ১৪ নভেম্বর। করোনার (COVID-19) জন্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চাইছিল না বিদেশি টিমগুলো। তাই আমিরশাহিকেই প্রথম পছন্দ রাখা হয়েছিল। তবে আইসিসি (ICC) সরকারি ভাবে কিছু জানায়নি। আমিরশাহিতে বিশ্বকাপ হলেও আয়োজন করবে বিসিসিআই (BCCI)।
করোনার কারণে ভারতে আয়োজিত আইপিএল (IPL) মাঝপথে স্থগিত হয়ে যায়। তার পর বাকি ম্যাচ গুলির ভেনু হিসেবে উঠে আসে আরব আমিরশাহির নাম। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মরুশহরে পুনরায় স্থগিত আইপিএল-১৪ (IPL-14) শুরু হওয়ার কথা। আইপিএলের ফাইনাল হওয়ার কথা ১৫ অক্টোবর। এখন যা খবর শোনা যাচ্ছে, সেই পরিকল্পনা মতো আমিরশাহিতে কুড়ি-বিশের বিশ্বকাপ হলে, আইপিএল ফাইনালের ঠিক দু’দিন পর শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)।
৪ মে টিভি নাইন বাংলা ডিজিটালে প্রকাশিত হয়েছিল এই খবর। সেটাই সত্যি হতে চলেছে।
আরও পড়ুন: আইপিএল স্থগিত, বিশ্বকাপেও আশঙ্কার মেঘ দেখছে বিসিসিআই
আইসিসি (ICC) টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছিল সৌরভের বোর্ডকে। অর্থাৎ আর দু’দিন পরই জানা যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপের আসর কোথায় বসবে। করোনার কারণে ভারতে বিদেশি দলগুলো আসতে না চাওয়ায়, আইসিসি মরুশহরে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে বেশি আগ্রহী। তবে আমিরশাহিতে টুর্নামেন্ট হলেও তা আয়োজনের দায়িত্ব বহাল থাকবে বিসিসিআইয়ের (BCCI কাঁধেই।