Shubman Gill: ‘বিরাটের থেকে প্রেরণা নাও, তবে…’, ক্যাপ্টেন শুভমনকে পরামর্শ প্রাক্তনের

India Tour of England: ভারতের টেস্ট ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। ইংল্যান্ড সফর দিয়ে তাঁর যাত্রা শুরু। বিরাটের থেকে প্রেরণা নেওয়ার কথা বলছেন, তবে 'সতর্ক'ও করছেন দেশের প্রাক্তন ক্রিকেটার!

Shubman Gill: বিরাটের থেকে প্রেরণা নাও, তবে..., ক্যাপ্টেন শুভমনকে পরামর্শ প্রাক্তনের
Image Credit source: PTI FILE

Jun 07, 2025 | 4:14 PM

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বর্ডার-গাভাসকর ট্রফি অর্থাৎ গত অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলের মাঝ পথে একে একে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতের টেস্ট ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। ইংল্যান্ড সফর দিয়ে তাঁর যাত্রা শুরু। বিরাটের থেকে প্রেরণা নেওয়ার কথা বলছেন, তবে ‘সতর্ক’ও করছেন দেশের প্রাক্তন ক্রিকেটার! কী বলছেন?

ইংল্যান্ড সফর দিয়ে একদিকে যেমন টেস্টে ভারতীয় ক্রিকেটে শুভমন অধ্যায়ের যাত্রা শুরু হচ্ছে, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বও। শুভমন গিলেরও অ্যাসিড টেস্ট বলা যায়। বিরাট-রোহিতের অবসরের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজ ভারতের। তাও আবার ইংল্যান্ডের মাঠে। টেস্ট ক্রিকেটে রোহিত ও বিরাট, দু-জনের ক্যাপ্টেন্সিতেই খেলার সুযোগ হয়েছে শুভমন গিলের। টেস্টে হার-জিতের নিরিখে ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন বিরাট কোহলি। তাঁর থেকে কী প্রেরণা নিতে পারেন শুভমন গিল?

ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বিশেষ পরামর্শ দিয়েছেন শুভমনকে। বিরাটের থেকে প্রেরণা নিতেই পারেন, তবে সব বিষয়ে না নেওয়াই শ্রেয়! দেশের প্রাক্তন ওপেনার মনে করছেন, শুভমনের কাছে দুর্দান্ত সুযোগ রয়েছে অভিজ্ঞ এবং তরুণদের মিশেলে একটা কোর টিম তৈরির। জিওহটস্টারে শুভমন গিলকে নিয়ে অনেক কথাই বলেছেন প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তেমনই বিরাটের থেকে ক্যাপ্টেন্সির দিক থেকে শুভমন কিছু শিখতে পারেন কি না, সে বিষয়েও বলেছেন।

বিরাট কোহলি প্রসঙ্গে শুভমনকে জিওহটস্টারে আকাশ চোপড়ার বার্তা, ‘বিরাট কোহলির সাফল্য থেকে অবশ্যই প্রেরণা নিতে পারে। রানের খিদে, নেতৃত্ব অবশ্যই প্রেরণা নেওয়ার মতোই। তবে বিরাট কোহলির ব্যাটিং পজিশন নিতেই হবে এমন কোনও ব্যাপার নেই। এটা ব্যক্তিগত পছন্দ। শুভমন যে পজিশনে স্বচ্ছন্দ, সাফল্য পাচ্ছে, সেখানে ব্যাট করাই শ্রেয়।’ আকাশ আরও যোগ করেন, ‘ব্যাটিং পজিশন মানে কাউকে অনুকরণ করা নয়, টিমের ভালো হবে এমন একটা জায়গা। কোহলির মানসিকতা থেকে আরও একটা বিষয়ও নিতে পারে, প্রয়োজনে এক্সট্রা বোলার খেলানো।’