Tarak Sinha: মারা গেলেন নেহরা, পন্থদের বাঙালি কোচ তারক সিনহা
সুরিন্দর শর্মা, মনোজ প্রভাকর, রামন লাম্বা, অজয় শর্মা, অতুল ওয়াসন, সঞ্জীব শর্মাদের প্রজন্মকে ক্রিকেটে পথ দেখিয়েছিলেন তারক। আশিস নেহরা, শিখর ধাওয়ান, ঋষভ পন্থদেরও উঠে আসা তাঁর হাত ধরেই।
নয়াদিল্লি: একটা সময় একঝাঁক ক্রিকেটার তুলে এনেছেন তিনি। যাঁরা রাজ্যস্তরে তো বটেই জাতীয়স্তরেও অত্যন্ত সাফল্য পেয়েছেন। তাঁর বেশ কিছু ছাত্র ভারতীয় টিমের হয়েও লম্বা খেলেছেন। দিল্লির এ হেন পরিচিত ও জনপ্রিয় বাঙালি কোচ তারক সিনহা (Tarak Sinha) মারা গেলেন। বয়স হয়েছিল ৭১। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন গত দু’মাস। অকৃতদার তারক থাকতেন বোনের কাছে। তাঁর শেষ যাত্রাতেও ভিড় করেছিলেন ছাত্ররা।
দিল্লির সনেট ক্লাবের সর্বময় কর্তা ছিলেন তারক। ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সনেট ক্লাবের জন্মদাতা, ক্লাবকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন যিনি, সেই তারক সিনহা মারা গিয়েছেন শনিবার ভোররাতে। দিল্লির ক্রিকেটমহলে তারক পরিচিত ছিলেন ‘উস্তাদজি’ নামে। গত পাঁচ দশক ধরে দিল্লির তৃণমূলস্তর থেকে ক্রিকেটার তুলে আনার সাধনা চালিয়েছিলেন তিনি। প্রতিভা খুঁজে বের করা, তাকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া। এই কারণেই তারকা দিল্লি ছাপিয়ে সারা দেশে পরিচিত মুখ ছিলেন।
সুরিন্দর শর্মা, মনোজ প্রভাকর, রামন লাম্বা, অজয় শর্মা, অতুল ওয়াসন, সঞ্জীব শর্মাদের প্রজন্মকে ক্রিকেটে পথ দেখিয়েছিলেন তারক। আশিস নেহরা (Ashish Nehra), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), ঋষভ পন্থদেরও (Rishabh Pant) উঠে আসা তাঁর হাত ধরেই। শুধু তাই নয়, অঞ্জুম চোপড়া, রুমেলি ধরদের মতো মেয়ে ক্রিকেটাররাও তারকের আঁতুরঘরে বড় হয়েছিলেন।
Ustaad Ji is no more. Dronacharya Awardee. Coach to over a dozen India Test cricketers. And scores of first-class cricketers. Both men and women. Without any institutional help. Your service to Indian cricket will be remembered, sir. May your soul R.I.P.Om Shanti ?? pic.twitter.com/fDmvdJC8vZ
— Aakash Chopra (@cricketaakash) November 6, 2021
তারকের মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটমহলে। ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘তারক সিনহা স্যারের মৃত্যুতে ওঁর পরিবার, বন্ধুদের প্রতি সমবেদনা রইল। ওঁর সঙ্গে কখনও দেখা হয়নি। কিন্তু ওঁর প্রচুর গল্প আকাশ চোপড়া, আশিস নেহরার মুখে শুনেছি। ভারতীয় ক্রিকেটে ওঁর অবদান চিরকাল মনে থাকবে। ওম শান্তি।’
My heartfelt condolences to the family, friends and trainees of Tarak Sinha Sir. Never met him but heard so many inspirational stories from Nehra and @cricketaakash His contribution to Indian Cricket will be forever remembered. May his soul Rest In Peace. Om Shanti ?️ https://t.co/NIxI8111H9
— VVS Laxman (@VVSLaxman281) November 6, 2021
শুক্রবারই আকাশ টুইট করেছিলেন কোচকে নিয়ে। লিখেছিলেন, ‘আমাদের কোচ অসুস্থ। ওঁর জন্য প্রার্থনা করুন।’ সেই তারক সিনহা চলে গেলেন।
আরও পড়ুন: Ravindra Jedeja: কিউয়িরা জিতলে ‘ব্যাগ প্যাক করে ফিরে যাব’: জাডেজা