Gautam Gambhir: তোমাকে মেরে ফেলব… পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদের পর গম্ভীরকে খুনের হুমকি ISIS কাশ্মীরের

Pahalgam Terrorist Attack: মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা লিখেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। তিনি এ বার পেয়েছেন খুনের হুমকি। এক বার নয়, মোট ২ বার বিরাট-রোহিতদের কোচকে খুনের হুমকি দেওয়া হয়েছে।

Gautam Gambhir: তোমাকে মেরে ফেলব... পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদের পর গম্ভীরকে খুনের হুমকি ISIS কাশ্মীরের
তোমাকে মেরে ফেলব... পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদের পর গম্ভীরকে খুনের হুমকি ISIS কাশ্মীরেরImage Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images

Apr 24, 2025 | 7:35 PM

ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বরাবর সোজা কথা স্পষ্ট করে বলেন। যার ফলে তিনি অনেকের অপছন্দেরও। গৌতি অবশ্য নিজের এই স্বভাব বদলাননি। মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা লিখেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। তিনি এ বার পেয়েছেন খুনের হুমকি। এক বার নয়, মোট ২ বার বিরাট-রোহিতদের কোচকে ইমেইলে খুনের হুমকি দেওয়া হয়েছে। ৩টি শব্দের ছোট্ট একটি মেসেজ পাঠানো হয়েছে গম্ভীরকে। কী লেখা হয় তাতে?

বুধবার (২৩ এপ্রিল) ‘ISIS কাশ্মীর’ নামের এক সংগঠন গম্ভীরকে ‘আইকিলইউ’ (যার অর্থ আমি তোমাকে মেরে ফেলব) লিখে দুটি ইমেইল পাঠিয়েছে। প্রথম ইমেইলটি আসে দুপুরে আর দ্বিতীয়টি বিকেলে, যা পাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছেন ভারতীয় টিমের হেড কোচ। রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই সঙ্গে দিল্লির ডিসিপিকেও বিষয়টি জানিয়েছেন। একইসঙ্গে তিনি তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখার কথা জানিয়েছেন পুলিশকে। এই প্রথম বার নয়, এর আগে ২০২১ সালে খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সাংসদ ছিলেন। তখনও তিনি থানায় অভিযোগ জানিয়েছিলেন।

প্রসঙ্গত, গৌতম গম্ভীর বিজেপির প্রাক্তন সাংসদ। তিনি পূর্ব দিল্লি কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি গত বারের নির্বাচনে লড়েননি। সেই সময় কেকেআরের মেন্টর হয়েছিলেন। গত বছর কেকেআর ছাড়ার পর তাঁকে ভারতের হেড কোচ করে বিসিসিআই।


উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় ২৬ জন সাধারণ পর্যটককে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। বেছে বেছে হিন্দুদের টার্গেট করে তারা। তারপর এই ঘটনার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ টিআরএফ। এই হত্যালীলার পরই গোটা দেশ শোকস্তব্ধ।