IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে বড় ধাক্কা, আঙুলে চোট তারকা পেসারের

India vs England 4th Test: লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে অল্পের জন্য হার। মাত্র ২২ রানের ব্যবধানেই আটকে যায় ভারতীয় দল। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট। দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। পরিকল্পনায় বদলের ইঙ্গিতও ছিল। কিন্তু বড় ধাক্কা ভারতীয় দলের পেসারের চোটে।

IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে বড় ধাক্কা, আঙুলে চোট তারকা পেসারের
Image Credit source: PTI

Jul 18, 2025 | 3:37 PM

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। লিডসে হার দিয়ে শুরু করেছিল ভারত। দ্বিতীয় টেস্টেই অবশ্য দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এজবাস্টনে ঐতিহাসিক জয়ের পর ভারতীয় দলকে নিয়ে প্রত্যাশাও বেড়েছিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে অল্পের জন্য হার। মাত্র ২২ রানের ব্যবধানেই আটকে যায় ভারতীয় দল। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট। দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। পরিকল্পনায় বদলের ইঙ্গিতও ছিল। কিন্তু বড় ধাক্কা ভারতীয় দলের পেসারের চোটে।

লর্ডস টেস্ট জিতলে সিরিজে ২-১ এগিয়ে থাকত ভারত। সেক্ষেত্রে কম্বিনেশন নিয়ে খুব বেশি হয়তো ভাবা হত না। পরিবর্তনের সম্ভাবনা বলতে, জসপ্রীত বুমরাকে হয়তো বিশ্রাম দেওয়া হত। কিন্তু লর্ডসের হারে সিরিজ এখন মরণ বাঁচন জায়গায়। বুমরাকে বিশ্রামের পরিকল্পনা থেকে সরতে হয়েছে। এখনও অবধি যা খবর জসপ্রীত বুমরা ম্যাঞ্চেস্টারে খেলবেন। তেমনই পরিকল্পনা চলছিল করুণ নায়ার এবং ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে সাই সুদর্শন কিংবা অভিমন্যু ঈশ্বরণকে খেলানোর।

ওয়াশিংটন সুন্দরের জায়গায় স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব, আর পেস সহায়ক পিচ হলে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে খেলানোর প্রবল ছিল। দ্বিতীয় অপশনেই বড় ধাক্কা খেল। ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চোট অর্শদীপ সিংয়ের। প্রথম বার টেস্ট টিমে ডাক পেয়েছিলেন অর্শদীপ। ম্যাঞ্চেস্টারে খেলার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু তাঁর চোটের যা পরিস্থিতি, এই টেস্টে অর্শদীপকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। একদিন আগেই অর্শদীপ ও কুলদীপের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। উচ্ছ্বাস দেখে মনে হয়েছিল, ইতিবাচক বার্তাই দেওয়া হয়েছিল তাঁদের।